বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন খ্যাতিমান বক্তা মুফতি আলী হাসান উসামা। আজ শনিবার জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদেন তিনি। মুফতি উসামাকে স্বাগত জানান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এসময় প্রাণবন্ত পরিবেশে আলোচনায় তারা মানবিক ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে উলামায়ে কেরামের গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই। দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। জাতীয় সংবাদ মাধ্যমেও এটি বেশ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশে কওমি মাদ্রাসা অঙ্গনে ‘তারুণ্যের আইডল’ হিসেবে খ্যাত মুফতী আলী হাসান উসামার জামায়াতে যোগদান সম্পর্কে আলেম-ওলামাদের অনেকে নানা রকম অভিমত ব্যক্ত করেছেন।
লেখক ও সমাজচিন্তক প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী লিখেছেন, মুফতী আলী হাসান উসামা কওমী অংগণের এক উজ্জ্বল তারকা। অত্যন্ত টেলেন্ট একজন ইসলামিক স্কলার। বিদগ্ধ আলেমে দ্বীন। এক ডজনেরও বেশী ইসলামি গ্রন্থের লেখক। একজন স্বনামধন্য মুহাক্কিক উস্তাজ, সুবক্তা। সারা বছরেই যিনি ইসলামি মাহফিল সমূহে আলোচনা রাখেন। এত অল্প বয়সে কওমীর তরুণ যুব সমাজের মধ্যে এত জনপ্রিয়তা অর্জন তার জন্য একটি বিরল এবং অভাবিত সম্মানের ব্যাপার।
এই আলী হাসান উসামা অতীতে জামায়াতের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। তবে তিনি সব সময়েই অন্যদের ন্যায় একেবারে অন্ধভাবে বিষোদগার করতেন না। ইতিবাচক অনেক বিষয় উল্লেখ করে ইনসাফের সাথেই কথা বলতেন। ইসলামের দরদ নিয়ে কথা বলতেন। এজন্যই হয়তো আল্লাহ পাক তাকে এই ময়দানে কবুল করেছেন।

প্রিন্সিপাল হুমায়দী আরো বলেন, মুফতি আলী হাসান উসামার জামায়াতে ইসলামীতে যোগদান করা অনেক বড় ব্যাপার। যদিও কওমীর অনেক সম্মানিত ভাইয়েরা তাকে অস্থিরচিত্ত বলে তার জামায়াতে যোগদান করাটাকে ছোট্ট করে দেখানোর প্রয়াস চালাচ্ছেন। এটা তারা করতেই পারেন। তার জামায়াতে যোগদানের মধ্য দিয়ে এটা আবারো প্রমাণিত হলো, জামায়াতের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে বা তাহকীক না করে, না বুঝে যারা জামায়াতকে গোমরাহ বলে ফতোয়া দেন, সেগুলোর কোন ভিত্তি নাই। সবই অপপ্রচার। আশা করি ইসলামী চিন্তা চেতনায় সমৃদ্ধ তরুণ সমাজের আইকন আলী হাসান উসামার জামায়াতে যোগাদানের কারণে, সচেতন তরুণ সমাজ এবং নবীন কওমী উলামাদের মধ্যে একটা নব চেতনার ঢেউ জাগ্রত হবে। ইসলামী আন্দোলনের সত্যিকারের স্পিরিট ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার পথ খোলাসা হবে।

মিথ্যা ফতোয়ার কালো চশমা অনেকের চোখ থেকে সরে যাবে। সামনে উন্মুক্ত হবে দ্বীনি আন্দোলনের এক উন্মুক্ত প্রান্তর। কওমী অংগনে যারা এ চেতনা লালন করেও একটু ভয় ভীতি এবং সংকোচতার মধ্যে ছিলেন, তাদের মধ্যে সাহস জাগ্রত হবে। ইসলানের জন্য তেজস্বী ঘোড়ায় সওয়ার হয়ে তারা এগিয়ে যাবেন দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, দৃপ্ত কদমে, দীপ্ত প্রয়াসে।
প্রিন্সিপাল হুমায়দী খ্যাতিমান এই আলেমকে জামায়াতে ইসলামীতে যোগদানের জন্য স্বাগতম জানিয়ে বলেন, প্রিয় ভাই আলী হাসান উসামার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভ কামনা। এগিয়ে যান প্রিয় ভাই, দ্বীনের সমুজ্জ্বল মশাল হাতে। এই ময়দান অপেক্ষায় আছে আপনাদের জন্য। দ্বীনের অনেক গুরু দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকেই।


