সিলেটের সাংবাদিকতার ঐক্য ও সম্প্রীতিকে জোরদার করার প্রত্যয়

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

সিলেটের সাংবাদিকতার বিদ্যমান ঐক্য, সম্প্রীতি ও সংহতিকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের (২০২৬-২৭) নির্বাচিত কমিটি ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় বিদায়ী ও নবনির্বাচিত কমিটির যৌথ সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়- এটি সত্যের সন্ধান, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার এবং মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার এক মহান দায়িত্ব। এই দায়িত্ব কাঁধে নিয়ে আমরা সবাই একই বন্ধনে আবদ্ধ- পেশাগত নৈকট্য, নৈতিক দৃঢ়তা ও দেশপ্রেমের অটুট শপথে। নেতৃবৃন্দ সত্যের পক্ষে অবিচল থাকার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং সাংবাদিকতার মর্যাদা অটুট রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসক্লাবের কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করতে উভয় কমিটির নেতৃবৃন্দ পারষ্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

সিলেট প্রেসক্লাবের বিদায়ী সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় যৌথ সভায় অংশ নেন নবনির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর, বিদায়ী কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি মো. ফয়ছল আলম, বিদায়ী সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিদায়ী কোষাধ্যক্ষ আনিস রহমান, নবনির্বাচিত কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, নির্বাহী মুহাম্মদ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার। পরে নবনির্বাচিত কমিটির সভাপতিসহ অন্যদের কাছে দাপ্তরিক কাগজপত্র ও ফাইল হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *