ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার বিভাগ অনির্দিষ্টকালের জন্য মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে যে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র আছে, সেটির কাজকর্মও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
দীপু চন্দ্র দাসের মৃত্যুর পরে আগরতলায় গত কয়েকদিন ধরে স্থানীয় কিছু সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। এর আগে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসেও ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
কলকাতাতে অবশ্য এখনও বাংলাদেশের ভিসা অফিস চালু রয়েছে বলে জানাচ্ছে উপদূতাবাসের সূত্রগুলি।
ওই সূত্রগুলি বলছে শিলিগুড়িতে বেসরকারি একটি সংস্থা বাংলাদেশ উপদূতাবাসের হয়ে ভিসার আবেদন গ্রহণ করত। কিছু বিক্ষোভকারী ওই বেসরকারি সংস্থার এক নারী কর্মীকে হুমকি দেওয়ার পরে ওই সংস্থাটি সাময়িকভাবে তাদের কাজকর্ম বন্ধ রেখেছে।


