বাংলাদেশের পারিবারিক বিনোদনের চিত্র বদলে দেওয়া এক ব্লকবাস্টার অভিষেকের পর, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে ফিরে আসছে সিজন ২ নিয়ে। শো এর প্রথম সিজনটি দেশের এক নম্বর ফ্যামিলি শো হয়ে ওঠে, যা প্রাইম-টাইম অনুষ্ঠান দেখার ধারণাই পাল্টে দেয়। এবার শুরু হচ্ছে বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২। আর এবারও সঞ্চালক হিসেবে দেখা যাবে সিজন ১ এর সঞ্চালক তাহসানকে। যদিও কিছুদিন আগে গান ও অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ এর সংবাদ সম্মেলনে তাহসান জানান, তিনি সঞ্চালনা পুরোপুরি ছাড়ছেন না এবং কিছু কিছু প্রজেক্টে দেখা যাবে তাকে। নতুন সিজন নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, ফ্যামিলি ফিউড বাংলাদেশ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এটি পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে। সিজন ২ আরও বড় পরিসরে হতে যাচ্ছে। সারাদেশ থেকে আরও নতুন নতুন পরিবারকে এই শো-তে স্বাগত জানাতে, তাদের সাথে হাসতে এবং একসাথে নতুন সব স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
বঙ্গর সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের বলেন, বঙ্গর প্রযোজনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সিজন ২ আবার নিয়ে আসতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা সব সময় এমন অনুষ্ঠান বানাতে চেয়েছি যা একটি পরিবারকে একত্রিত করে। আমাদের লক্ষ্য শুধু সবাইকে টিভি পর্দার সামনে বসানো নয়, বরং পরিবারের সবাই যেন একে অপরের পাশে বসে একসাথে হাসতে পারে এবং মুহূর্তগুলো উপভোগ করতে পারে। এই সিজনে আরও অনেক নতুন পরিবারকে আমাদের মঞ্চে স্বাগত জানানোর জন্য আমরা অধীর আগ্রহে আছি।

এনটিভির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আশফাক উদ্দিন আহমেদ বলেন, ফ্যামিলি ফিউড সিজন ১ সম্প্রচার করে আমরা দেশব্যাপী অভাবনীয় সাড়া পেয়েছি। সিজন ২-এর সাথে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। আমাদের দৃঢ় বিশ্বাস, সিজন ২ জনপ্রিয়তার দিক থেকে আগের সিজনকেও ছাড়িয়ে যাবে।
বঙ্গ সূত্রে জানা যায়, সিজন ২ খুব তাড়াতাড়ি আসছে। এই ডিসেম্বরেই এর শুটিং (নির্মাণ কাজ) শুরু হবে। নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শো-তে জিততে এবং সেরা হতে লড়বে।
প্রথম সিজনে সারাদেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল। অনুষ্ঠানে ছিল দারুণ প্রতিযোগিতা, অনেক আবেগের মুহূর্ত আর পরিবারের সবার মাঝে মজার সব খুনসুটি। শো-তে ৩০ লক্ষ টাকারও বেশি পুরস্কার দেওয়া হয়েছে। দর্শকরা পেয়েছেন অনেক আনন্দ, উত্তেজনা আর এমন সব মজার কথা, যা সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে।
সিজন ২-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি, এর রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। সারাদেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবারের সাথে মজা করতে ভালোবাসেন কিংবা একটি ভালো চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তাদের প্রত্যেককে এই জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
জনপ্রিয় এই ফ্যামিলি শো পরিচালনা করছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। বঙ্গ এবং এনটিভিতে প্রচারিত এই অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ৯:৩০ মিনিটে প্রতি ৪ জন টিভি দর্শকের মধ্যে ১ জনের কাছে পৌঁছেছে। বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে এটি ১০০ কোটিরও বেশি ভিউ এবং ২.৫ কোটিরও বেশি ইউনিক দর্শকের সম্পৃক্ততা অর্জন করেছে।

