জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চেয়েছে। দলের নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তিনি বলেন জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়া উচিত নয়। কারণ একই দিনে ভোট হলে জনগণের মনোযোগ মূলত নির্বাচনী প্রতীকের দিকে থাকবে- দাঁড়িপাল্লা, ধানের শীষ ইত্যাদি। ফলে গণভোটের বিষয়টি গুরুত্ব পাবে না।
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এড. মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।


 
	 
						 
						