রাকসু নির্বাচন পর্যবেক্ষণ টিমের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, রাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, রাকসুতে ২৮৯০০ ভোটার হিসেবে ২৮৯০০টি ব্যালট ছিল, একটিও বেশি ছাপানো হয়নি। উৎসব মুখোর পরিবেশে হয়েছে রাকসু নির্বাচন।
ভিডিও নিউজ : https://www.facebook.com/reel/883397778182215
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ ভিপি পদে ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। ভিপি ও এজিএস-সহ ২৩টি পদের ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। আর ১৭টা হলের ১৭টাতেই ভিপি, জিএস, এজিএস-সহ ছাত্রশিবির ও ছাত্রীসংস্থা জয়লাভ করেছে।