আলিয়া মাদরাসার মাঠ ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে : শিক্ষা উপদেষ্টা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

রাজধানীর বকশিবাজারে সরকারি আলিয়া মাদরাসার মাঠ কর্তৃপক্ষকে ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। আজ বুধবার ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, আলিয়া মাদরাসার মাঠটি গত সরকারের আমলে দখল করা হয়। তখন সেখানে একটি বিশেষ আদালত গঠন করা হয়েছিল। যে প্রক্রিয়ায় আদালত ভবন নির্মাণ করা হয়েছে, সেই অবৈধ স্থাপনা অপসারণের প্রক্রিয়া চলমান।

তিনি বলেন, সারাদেশে মাদরাসাগুলোতে লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাস্তব ও বিজ্ঞানভিত্তিক জ্ঞানও সমানভাবে অর্জন করতে হবে। মাদরাসা শিক্ষার ঐতিহ্য ধরে রাখতে ইংরেজি ও গণিতের পাশাপাশি আরবি শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেয়ারও আহ্বান জানান উপদেষ্টা।

ড. আবরার উল্লেখ করেন, তিনি চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র মাদরাসা থেকে পাস করা এবং তারা তাদের মেধার স্বাক্ষর রাখছেন।

তিনি বলেন, ধর্মীয় শিক্ষা এবং পোশাকের কারণে গত ১৬ বছরে অনেক মাদরাসা ছাত্রকে নির্যাতন সহ্য করতে হয়েছে। জঙ্গি তকমা দিয়ে তাদের ওপর বর্বরতা চালানো হয়। তবে এখন সব সত্য উদঘাটিত হয়েছে; মাদরাসা ছাত্ররা জঙ্গি নয়। উপদেষ্টা আরো বলেন, শাপলা চত্বরে রাতের আঁধারে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এবং সেই হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু জাতির কাছে আজ সব স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *