ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ এ পর্যন্ত অন্তত ৩৯ জন মারা গেছেন বলে রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন। রাজ্যের কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের ওই সমাবেশে তার কয়েক লাখ সমর্থক যোগ দিয়েছিলো।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সমাবেশটি শুরু হতে কয়েক ঘণ্টা বিলম্ব হয়েছিলো। টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায় লোকজন ভিড়ের মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছে। স্থানীয় একটি হাসপাতালের সামনে রাজনীতিক সেনথিল বালাজি সাংবাদিকদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আরও অন্তত ৫০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬জন নারী, নয়জন পুরুষ ও ছয়টি শিশু আছে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান সংবাদ মাধ্যমকে বলেছেন।

ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে অ্যাম্বুলেন্সকেও

রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বলেছেন, ভিড়ে অজ্ঞান হওয়ার পর কিছু মানুষকে হাসপাতালে নেয়া হয়। তিনি জানান, আশেপাশের জেলাগুলোর চিকিৎসদের কাছ থেকে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে। তিনি আরাে জানান, নিহত প্রতি পরিবারকে দশ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে এবং ঘটনার তদন্ত করা হবে।

হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক আরুনা জগডিশানের নেতৃত্বে এক সদস্যের একটি তদন্ত কমিটি ইতোমধ্যেই গঠন করা হয়েছে।

স্থানীয় এক ব্যক্তি সংবাদ সংস্থা এএনআইকে হাসপাতালের বাইরে জানান যে, তার ভাইয়ের দুই ছেলে সেখানে ছিলো। “এর মধ্যে বড়টি মারা গেছে আর ছোটোটি এখনো নিখোঁজ। আমার শ্যালিকা হাসপাতালের আইসিইউতে। আমার এখন কী করা উচিত?” প্রশ্ন করেন তিনি।

অনলাইনে দেয়া এক বিবৃতিতে বিজয় বলেছেন, ‘তার হৃদয় ‘ভেঙ্গে’ গেছে এবং তিনি ‘অসহনীয় ব্যথা ও দুঃখে কাতর’। যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। এর পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরােগ্য কামনা করে তার প্রার্থনার কথা বলেছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ এবং ‘গভীর দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।
প্রেসিডেন্ট ধ্রুপদী মূর্মুও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জনু খারগে দলের নেতাকর্মীদের ঘটনার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ভারতে নতুন নয়। চলতি বছরেই এ ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। বিশেষ করে কুম্ভ উৎসবে ও একটি ক্রিকেট স্টেডিয়ামে বাইরে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনায় এসেছিলো।

শনিবার সন্ধ্যায় কারুরে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের সমাবেশে বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই বলছে, বিজয়ের বক্তব্যের এক পর্যায়ে সমাবেশে বড় হতে থাকে এবং এক পর্যায়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। গরমে এবং ভিড়ের চাপে তখনি অনেকে জ্ঞান হারান।

এরপর বিজয় তার বক্তব্য থামিয়ে দেন এবং তার প্রচারের জন্য ব্যবহৃত বাস থেকে লোকজনের উদ্দেশ্যে পানির বোতল নিক্ষেপ করা হয়।
প্রচণ্ড ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সকেও ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *