চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচনে জসিম সভাপতি ও ফখরুল সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের বহুল প্রতীক্ষিত কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) ইস্ট লন্ডনের মাইদা গ্রিল মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। সভাপতি পদে জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী নির্বাচিত হন।

বিশিষ্ট সলিসিটার ও ব্যারিস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে নির্বাচন কমিশন নির্বাচনের পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন। তাদের দক্ষ দিকনির্দেশনায় নির্বাচন স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও সুষ্ঠুভাবে গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয় বলে জানান উপস্থিত কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ। তারা এই অনুষ্ঠানকে চাঁদপুর প্রবাসী কমিউনিটির ঐক্যের এক অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে পূর্ববর্তী নেতৃত্ব পদত্যাগ করার পর নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিতিদের মধ্যে ছিলেন সদ্য সাবেক সভাপতি আতাউর রহমান ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইমরান রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যনির্বাহী সদস্য সলিসিটর আনোয়ার খান, সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার আসাদুজ্জামান, সহ-সভাপতি সোলাইমান প্রধাণ, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক হাসান কামরুজ্জামান, বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল সদস্যদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে সংগঠনকে সফলভাবে পরিচালনা করে প্রবাসী চাঁদপুরবাসীর সেবায় আরও অবদান রাখা যায়। আনুষ্ঠানিক দায়িত্ব নিয়ে সভাপতি জসিম উদ্দিন আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের ঘোষণা দেন। এছাড়াও সমিতি শীঘ্রই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করছে, যেখানে পূর্ববর্তী সভাপতি ও সাধারণ সম্পাদকদের অবদানকে সম্মান জানিয়ে সংবর্ধনা দেওয়া হবে। একই সাথে নবনির্বাচিত কমিটির অভিষেকও অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *