জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা অবশেষে সম্পন্ন হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমদ জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয়েছে।
জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। প্রায় ৪০ ঘণ্টা পর নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। হাতে ভোট গণনা করায় অনেক সময় লাগার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সন্ধ্যা ৭টায় ফলাফল প্রকাশ করা হবে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান জানান, নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রবিবার সব ধরনের অ্যাকাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।