‘কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস/ ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর/ গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর/ কবিতা তো মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার।’ এমন অসংখ্য কালজয়ী কবিতার স্রষ্টা দেশের প্রধান কবি আল মাহমুদ। আমাদের কবিতায় যে ঐতিহ্য ও আধুনিকতার ঊণ্মেষ ঘটেছে তিনিই তার নায়ক। বাংলা কবিতাকে আল মাহমুদ গৌরবোজ্জ্বল অবস্থানে নিয়ে এসেছেন।
ভিডিও: https://youtu.be/0flLoptpHj4?si=9JkF0XpOWGM3xNgQ
লন্ডনে ‘কালজয়ী কবিতার স্রষ্টা আল মাহমুদ’ শীর্ষক প্রাণবন্ত আলোচনায় বক্তরা একথা বলেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
ল’ম্যাটিক সলিসিটর্স ফার্মের উদ্যােগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের সাবেক সেক্রেটারী জেনারেল, লেখক ও প্যারেন্টিং কনসালটেন্ট ড. আব্দুল বারী। স্বাগত বক্তব্য রাখেন ল’ম্যাটিক সলিসিটর্সের প্রিন্সিপাল এবং সিনিয়র পার্টনার, ব্যারিষ্টার ও সলিসিটর মোঃ আসাদুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক ড. আব্দুস সালাম আযাদী।
ব্যারিস্টার ও সলিসিটর আরিফ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহন করেন লেখক ও কমিউনিটি নেতা কেএম আবুতাহের চৌধুরী, আল মাহমুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানব টিভি সম্পাদক সাঈদ চৌধুরী, ল’ম্যাটিক সলিসিটর্সের পার্টনার, ব্যারিষ্টার ও সলিসিটর মোঃ ফখরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী নোমান আযমী, ডা. আমিনুল ইসলাম মুকুল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার (জবস্, এন্টারপ্রাইজ, স্কিলস্ এন্ড গ্রোথ) কাউন্সিলর ব্যারিস্টার মুসতাক আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ড. কামরুল হাসান, ড. আক্তারুজ্জামান, একাউন্টেন্ট নূর আহমদ, উপাচার্যের সহধর্মিনী আমিনা খাতুন
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ড. খালেদ ইয়াহিয়া। কবিতা আবৃত্তি করেন ব্যারিষ্টার খালেদ মুঈদ, ব্যারিষ্টার মামুন আহসানুল মজিদ, ট্রেইনি সলিসিটর বিএম ইসলাম শিমুল। গান পরিবেশন করেন সলিসিটর শেখ নাসের, আল আমিন তারেক, মিজানুর রহমান প্রমুখ।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার ফর ন্যাশনাল কালচারের (সিএনসি) নির্বাহী পরিচালক বিশিষ্ট সাহিত্যিক মাহবুবুল হক, ব্যারিষ্টার সাঈদ হাসান, ব্যারিষ্টার মুজিব, ব্যারিষ্টার মনির হােসেন, ব্যারিষ্টার আরাফাত, ইমিগ্রেশন কনসালটেন্ট শাহ আলম-সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।