প্রধান উপদেষ্টার সাথে দলগুলোর বৈঠকে আইনশৃঙ্খলা ও নির্বাচন ইস্যু

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনেকটা হঠাৎ করে মঙ্গলবার রাতে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশু-কিশোরসহ বহু শিক্ষার্থী হতাহত হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক হলো।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন যে, বৈঠকে ওই চারটি রাজনৈতিক দল সরকারকে এই বার্তা দিয়েছে যে ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে কোনো হতাশা বা টেনশনে থাকার দরকার নেই’। “দলগুলো দুটি বিষয় বলেছে। একটি হলো আইনশৃঙ্খলা রক্ষায় আমরা যেন আরও শক্ত অবস্থান নেই। আরেকটা হলো দ্রুত নির্বাচন প্রক্রিয়ার দিকে অগ্রসর হওয়া,” বলছিলেন তিনি।

আসিফ নজরুল বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আলোচনায় সব দলই বলেছে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নের তাদের মধ্যে কোনো বিভেদ বা মত ভিন্নতা নেই। বৈঠকে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

বৈঠকের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ”দেশের সাম্প্রতিক ঘটনাবলির পেছনে ফ্যাসিবাদী শক্তির অপপ্রচার ও বিশৃঙ্খলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র জোরালো হয়েছে।”

”আমরা চারটা দলই বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি- আমরা বলেছি যে, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।”

বৈঠকে অংশ নেয়া জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেছেন, ফ্যাসিবাদ যেন আবার মাথাচাড়া না দিতে পারে সেজন্য সবাই এক থাকবে এবং দলগুলো পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে কর্মসূচি দিবে। “সরকারকে বলেছি তারা যেন কঠোর হয়, আরও সমন্বিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সেজন্য এখন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নজর দেয়া দরকার। নির্বাচনের আগেই যেন স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও লেভেল প্লেয়িং ফিল্ড থাকে সেজন্য দৃষ্টি আকর্ষণ করেছি,” বলেছেন তিনি।

এর আগে রাত নয়টায় বৈঠক শুরুর কথা জানিয়েছিলো প্রেস উইং। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *