যুক্তরাজ্যে বাংলাদেশী প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের (বিসিএ) শীর্ষ নেতৃবৃন্দ লন্ডন বারা অব ক্যামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলর সামাতা খাতুনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সংগঠনের প্রেসিডেন্ট ওলি খান এমবিই’র নেতৃত্বে গ্রেট ব্রিটেনের সিটি থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতবিনিময়ে অংশ নেন। বিসিএ প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী।
মতবিনিময় সভায় ক্যামডেন কাউন্সিলের লিডার রিচার্ড ওলসজেউস্কি সবাইকে স্বাগত জানান। মঙ্গলবার (৬ মে ২০২৫) দুপুরে ক্যামডেন টাউন হলের মেয়র অফিসে বিসিএ নেতৃবৃন্দ মেয়র সামাতা খাতুনেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং একটি ক্রেস্ট উপহার দেন। নেতৃবৃন্দ জানান, ক্যামডেন বাংলাদেশি কমিউনিটি কারি ইন্ডাস্ট্রিতে আরও বেশি ভূমিকা রাখতে চান। অরিজিনাল বাংলাদেশী খাবারের প্রসার, ফুড হাইজিন ট্রেনিং ও তরুণদের এপ্রেনটিশিপ নিয়ে কাজ করতে চান। প্রাতিষ্ঠানিক ভাবে সেবা দিতে চান।
বিসিএ প্রেসিডেন্ট ও সেক্রেটারী ছাড়াও বক্তব্য রাখেন ডেপুটি সেক্রেটারি জেনারেল নাসির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আতিক রহমান, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং সেক্রেটারি মাকদাদ খান, কালচারাল সেক্রেটারি ফজলে রাব্বি চৌধুরী, এন ই সি মেম্বার পারভেজ আহমেদ, বিসিএ সমন্বয়কারী আলী বাবর চৌধুরীসহ আরো অনেকে।