সাঈদ চৌধুরী
যুক্তরাজ্য বিএনপির বিশাল সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা ভয়াবহ দানব-ফেসিস্ট দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের সমস্ত অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। ১৯৭১ সালের স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করে ধূলিসাৎ করে দিয়েছে হাসিনা সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় ইস্ট লন্ডনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ভারতের সাম্প্রতিক আচরণের সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচাররণার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সমাবেশে মির্জা ফখরুল জানতে চান- এটা কোন ধরনের বন্ধুত্ব? এটা কোন ধরনের প্রতিবেশীসুলভ আচরণ?
সমাবেশে ইউরোপের বিভিন্ন শহর থেকে বিলু সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। সমাবেশে দলের বিভিন্ন শাখার নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে ‘বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়’ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকায় আগুন দেওয়া, সিলেট ও বেনাপোল সীমান্ত দিয়ে উগ্রবাদী ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টার প্রতিবাদ জানানো হয়। মির্জা ফখরুল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, বিগত জুলাইয়ের আন্দোলনে আমাদের ছাত্ররা, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে রাজপথে। আমাদের জনগণের সঙ্গে একত্রিত হয়ে তারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এভাবে আমাদের জাতি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চায় বিশ্বের দরবারে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই স্বাধীন সার্বভৌম জাতি গঠনে প্রবাসীদের ভূমিকা উল্লেখ করে বলেন, আপনাদের অবদানকে আমরা বার বার স্মরণ করছি এবং এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি।