পাকিস্তানের ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে। অশান্ত বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্স দেশটিতে বড় ধরনের বিক্ষোভ করেছে। মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে তাঁরা এ বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধি করায় দরিদ্র শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন।
গত বৃহস্পতিবার কোয়েটা প্রেসক্লাবের সামনে নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা জড়ো হন। এসব প্ল্যাকার্ডে তাঁদের দাবিগুলো তুলে ধরেছেন। তাঁরা পিডিএমসির অন্যায় নীতি প্রত্যাখ্যান ও নিবন্ধন ফি কমানোর দাবি জানান।
এদিকে পাকিস্তানজুড়ে ইন্টারনেট ব্যবহারে বিঘ্নের মুখে পড়েছেন ব্যবহারকারীরা। কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে। কোথাও খোলা থাকলেও গতি বেশ কম। গত নির্বাচনের আগে–পরে এক্স (সাবেক টুইটার) বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। এতে জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।