শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আজ রাত আটটার দিকে অন্তর্বর্তী সরকার শপথ নিতে পারে।
ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ বৃহস্পতিবার বেলা ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ড. ইউনূসের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন। বক্তব্য শুরুর আগে তাঁরা ড. ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানান।
কান্নাজড়িত কণ্ঠে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যার কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতার সুফল সবার ঘরে পৌঁছে দিতে হবে।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূস বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। কারও ওপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, আপনারা যদি আমার ওপর ভরসা রাখেন, তাহলে কারও ওপর হামলা হবে না। তিনি বলেন, সরকারকে দেখে মানুষ ভয় পাবে না, তাদের বুক ফুলে উঠবে যে সরকার আমাদের সাহায্য করবে।