অন্তর্বর্তী সরকার এবং সংবিধান নিয়ে শাহদীন মালিক

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের দুই-তিন বছর থাকা উচিত বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক।
ডয়চে ভেলে বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে শাহদীন মালিক বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন দিলে আবার একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার আশঙ্কা থাকে।

জ্যেষ্ঠ্য সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে দেয়া সাক্ষাৎকারে এই ইস্যুতে তিনি নীচের পয়েন্টগুলো তুলে ধরেছেন:

* অন্তর্বর্তী সরকার তিন বা ছয় মাসের মধ্যে নির্বাচন করলে বিএনপি ২৮০-২৯০টি সিট পাবে। তিন বা ছয় মাসের মধ্যে নির্বাচনে অংশ নেয়ার সামর্থ্য আওয়ামী লীগের হবে না।

* এত বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল ক্ষমতায় এসে সরকার গঠন করলে সেই সরকারও স্বেচ্ছাচারী হতে বাধ্য।

* একটা স্বেচ্ছাচারী সরকারকে আরেকটি স্বেচ্ছাচারী সরকার দিয়ে রিপ্লেস করাটা কারো কাম্য নয়।

* শাহদীন মালিক বলেন, আগামী নির্বাচনে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে জনগণকে যারা ভোট দিবে, তারাই যাতে সরকার গঠন করে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তত এক থেকে দুই বছর থাকতে হবে।

দুটো কারণে এটা করতে হবে। প্রথমত, সংস্কার করতে হবে। এবং যাতে এত বড় সংখ্যাগরিষ্ঠতা কেউ না পায়, সেটা নিশ্চিত করতে হবে। নাহলে আবার কর্তৃত্ববাদী সরকারের আশঙ্কা থেকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *