বিশ্বাস দিয়ে ভয়কে প্রতিস্থাপন করুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. সর্বশক্তিমান। আমাদের পথে পাঠানো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি ও ধৈর্য দিন। আপনিই আমাদের একমাত্র ভরসা। আপনি ছাড়া, আমাদের কেউ নেই এবং কোন কিছুই নেই। যাত্রা পথের প্রতিটি পদক্ষেপে আমাদের গাইড করুন। আমরা জানি আপনি আমাদের পিছনে আছেন। আমাদের সফলতা দান করুন। আমীন।

দুই. বিশ্বাস দিয়ে ভয়কে, প্রার্থনা দিয়ে উদ্বেগকে, শান্তি দিয়ে আতঙ্ককে প্রতিস্থাপন করুন। সর্বদা মনে রাখবেন যে, সর্বশক্তিমান সবকিছুর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। আপনার নিরাপত্তাহীনতা, আপনার সন্দেহ এবং আপনার অন্তরের সব উৎকণ্ঠা তাঁর কাছে সমর্পণ করুন। তিনি এসবকে আপনার জন্য ঠিকঠাক করে দেবেন এবং আপনার হৃদয় আবারও প্রশান্তিতে ভরে যাবে।

তিন. হৃদয় দিয়ে শুনতে শিখুন। ইতিবাচক দিকে মনোনিবেশ করুন, যা ঘটছে, সর্বশক্তিমান আপনাকে যে আশীর্বাদ করেছেন তা উত্তম। আর শীঘ্রই আপনি কৃতজ্ঞতা ও প্রশংসার জীবনযাপন করবেন। এ বিশ্বাসটি চিরতরে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে।

চার. নিজের শরীরকে ঘৃণা করা বন্ধ করুন। জীবনকে ভালোভাবে যাপন শুরু করুন। আপনি সোশ্যাল মিডিয়ায় যা দেখেন তার সব বিশ্বাস করবেন না, সেসব, যা বানানো, সাজানো, বিকৃত করা হয়েছে, তা বিশ্বাসযোগ্য নয়। আপনি যেটিকে ত্রুটি বিবেচনা করেন তা অন্যরা উদযাপন করে। আপনার দেহ সর্বশক্তিমানের উপহার। তিনি আপনাকে সেরা অবয়বে তৈরি করেছেন। সুতরাং এর ভালভাবে যত্ন নিন।

পূনশ্চঃ

এক. সব সময় মনে রাখবেন এই জীবন কতটা ছোট। সবকিছু পরিবর্তন করার জন্য এর একটি সেকেন্ডের খন্ডাংশ লাগে। কৃতজ্ঞ হতে শিখুন। সর্বশক্তিমানের আশীর্বাদ যতই ছোট হোক না কেন তার প্রতি মনোনিবেশ করুন। সবচেয়ে সুখী মানুষের কাছে সবকিছু থাকে না, কিন্তু তারা যা আছে তার সর্বোচ্চ ব্যবহার করে।

দুই. লোকেরা যখন তাদের আসল রঙ প্রকাশ করে, তখন সেটির নোট নিন। সর্বশক্তিমান কোন এক কারণে এটি হতে দিয়েছেন। যদি তারা কোনও মিথ্যা বিষয় সামনে রাখে, তবে আপনার সত্যটি জানা থাকলো। তাদের অন্য কোনভাবে আপনাকে বোঝাতে দেবেন না। সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে এটি ডিল করুন। দৃঢ কিন্তু নম্র হন এবং আপনার অবকাশ গ্রহণ করুন।

তিন. বন্ধু আসে এবং বন্ধু যায়, কেউ কেউ আপনার জীবনে পদচিহ্ন রেখে যায় অন্যরা রেখে যায় অবর্ণনীয় দাগ। মনে রাখবেন, যে বন্ধু সকলকে খুশি করার চেষ্টা করে সে কারও বন্ধু নয়। যখন আপনি ভুলভাবে অভিযুক্ত হবেন তখন তারা চুপচাপ থাকবে এবং সময় যখন আসবে তখন অবশ্যই আপনার পক্ষে থাকবে না! সতর্ক থাকুন!

চার. আপনার নিজের ভুলের জন্য প্রথমে ক্ষমাপ্রার্থী হন। আপনি অজুহাত দেখিয়ে এবং একের দোষ অন্যকে চাপিয়ে কখনই কিছু শিখবেন না বা কাউকে প্রভাবিত করবেন না। মর্যাদা ও সম্মানের সাথে সবার সাথে আচরণ করুন। আপনি নিজে সফল হতে পারেন, কিন্তু এটিই আপনাকে অন্য কারও চেয়ে ভাল করে তোলে এমনটি নয়।

দ্রষ্টব্যঃ

আর ঈমানদার পুরুষরা এবং ঈমানদার নারীরা একে অপরের বন্ধু। তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ প্রতিষ্ঠিত করে, জাকাত দেয় এবং আল্লাহ ও রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন-যাপন করে। তাদের ওপর আল্লাহতায়ালা অনুগ্রহ করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী সুকৌশলী। (সূরা আত তওবা: ৭১)

হে বিশ্বাসিগণ! তোমাদের আপনজন ব্যতীত অন্য (অবিশ্বাসী) কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অনিষ্ট সাধনে কোন ত্রুটি করবে না। যাতে তোমরা বিপন্ন হও, তাই তারা কামনা করে। তাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং যা তাদের অন্তর গোপন রাখে, তা আরও গুরুতর। তোমাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করছি, যদি তোমরা অনুধাবন কর। ভেবে দেখ! তোমরা (বন্ধু ভেবে) তাদেরকে ভালবাস; কিন্তু তারা তোমাদেরকে ভালবাসে না। আর তোমরা সমস্ত কিতাবে বিশ্বাস কর, (কিন্তু তারা তোমাদের কিতাবে বিশ্বাস করে না) এবং যখন তারা তোমাদের সাক্ষাতে আসে, তখন তারা বলে, ‘আমরা বিশ্বাস করি।’ কিন্তু যখন তারা একা হয়, তখন তোমাদের প্রতি আক্রোশে তারা নিজেদের আঙ্গুল দাঁতে কাটে। বল, আক্রোশেই মর তোমরা। নিশ্চয় আল্লাহ অন্তরে যা রয়েছে, সে সম্বন্ধে সবিশেষ অবহিত। যদি তোমাদের কোন মঙ্গল হয়, তাহলে তারা নাখোশ হয়, আর তোমাদের অমঙ্গল হলে তারা খুশি হয়। যদি তোমরা ধৈর্য ধর এবং সাবধান হয়ে চল, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। তারা যা করে, নিশ্চয় তা আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে। (সূরা আলে ইমরান :১১৮-১২০)

রাসূলুল্লাহ সা.বলেন, ‘যে ব্যক্তি কাউকে ভালোবাসলো, তো আল্লাহর জন্যই ভালোবাসলো, কাউকে ঘৃণা করলো তো আল্লাহর জন্যই ঘৃণা করলো, কাউকে কিছু দিলো তো আল্লাহর জন্যই দিল এবং কাউকে দেয়া বন্ধ করলো তো আল্লাহর জন্যই দেয়া বন্ধ করলো, তবে সে তার ঈমানকে পূর্ণ করলো। ’ (মিশকাত শরিফ)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *