আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান এম সি ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে প্যারিসে শনিবার দুপুরে এক সুধী সমাবেশ অনুষ্ঠীত হয়েছে। সৎ যোগ্য ও আদর্শ নাগরিক গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন।
সাধারন সম্পাদক মুহাম্মদ আরিফুজ্জামান ইমনের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, ফালাহ ই দারাইন মসজিদের সভাপতি চৌধুরী সাঈদ, সরবোন বিশ্ব বিদ্যালয় ফ্রান্সের ইসলামোলজির গবেষক জামিলা ফাইরুজ, এম সি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা শরীফ আল মোমীন, ইউরো ভিশন নিউজ ফ্রান্স’র সম্পাদক এম এ মান্নান আজাদ, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহামদ মাহবুব হোসাইন, ইঞ্জিনিয়ার আতাউল হক, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস আখুন্জী, বিশিষ্ট ব্যবসায়ী এনাম আহমেদ, আমী ভইয়াজ ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী ও এম সি ইনস্টিটিউটের উপদেস্টা তানজিম হায়দার, কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ নুরুল আবেদীন, এমসি ইন্সটিটিউটের সহ-সভাপতি লুতফুর রহমান ও আব্দুস সালাম মামুন, মানবাধিকার কর্মী মোহাম্মদ আল আমিন প্রমুখ।
সুধী সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশী কমিউনিটিতে সৎ ও যোগ্য নাগরিক গড়তে এম সি ইনস্টিটিউট ফ্রান্স বিশেষ ভূমিকা রাখছে। ফ্রান্সের ২৫০০ মসজিদের মধ্যে অধিকাংশ মসজিদে ইসলামী শিক্ষার ব্যবস্থা নেই। ফলে একদিন এই মসজিদ গুলি মুসল্লির অভাবে বিরান হয়ে যেতে পারে। এম সি ইনস্টিটিউট অত্যন্ত গুরুত্ব সহকারে ইসলামী শিক্ষার ব্যবস্থার মাধ্যমে মুসল্লি তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এরাই মসজিদ সমূহ আবাদ করবে এবং এই সমাজে ইসলামের আলো জ্বালাবে ইনশাআল্লাহ।
এমসি ইন্সটিটিউটের সাথে সহযোগিতা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ত্ব হিসেবে বর্ণনা করে আরো বক্তব্য রাখেন. ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, সাংবাদিক কামারুজ্জামান কাজল, সংগঠনের ট্রেজারার হাসান হক, লেখক খালেদ মাহমুদ, কবি এম এ কুদ্দুস আল হাসান, মাসুম রিকাবদার, তোফায়েল আহমেদ জয়নুল, শহীদুল আলম চুন্নুর, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, জালাল আহমদ প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন এম সি ইনস্টিটিউটের উচ্চতর আরবি ভাষা বিভাগের শিক্ষার্থীগন।