অনুবাদ : মাসুম খলিলী
এক. ধৈর্য ভালো। অপেক্ষার ফল সুন্দর। সর্বশক্তিমান যদি আপনাকে অপেক্ষা করান, আপনার প্রত্যাশার বাইরে কিছুর জন্য প্রস্তুত হন। তিনি জানেন এটি আপনার জন্য সহজ নয়, তাই তিনি নিশ্চিত করেন যে এটি আপনার অপেক্ষার মূল্য।
দুই. আপনি প্রায়শ এটি শোনেন। “প্রত্যেকে এটি করছে, আপনি আফসোস করবেন। আপনি এখনও যুবক, মজা করুন” – এটি শয়তানের অতি পরিচিত ফিসফিসানি। তার কৌশল থেকে নিজেকে রক্ষা করুন। তার পথে নেমে যাবেন না।নিজেকে ছেড়ে দেবেন না। দৃঢ থাকুন। মাথা সোজা রাখুন এবং সংযম অনুশীলন করুন!
তিন. সর্বশক্তিমানের ব্যাপারে তাড়াহুড়ো করবেন না।তিনি আপনার জন্য যে পরিকল্পনা করেছেন তা পেতে তাড়াহুড়ো করবেন না। তিনি আপনার সময়ে আপনার প্রার্থনা অনুসারে সব করবেন ভেবে তাড়া অনুভব করবেন না। না! আপনার স্রষ্টার নিজস্ব সময় রয়েছে। তাঁকে এবং তার প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন। ধৈর্য ধরতে শিখুন। পরিশেষে সেটিই আপনার জন্য মূল্য বয়ে আনবে!
চার. সত্যিকারের মহৎ হৃদয়ই অন্য মানুষের সাফল্য উদযাপন করতে পারে। আপনি কৃপা নিজে পাবার আগে অন্যের জন্য খুশি হতে শিখুন। অন্য কাউকে বিক্ষুব্ধ করবেন না। আপনি সর্বশক্তিমানকে অনুরূপ অথবা আরও বেশি কিছু পাবার জন্য প্রার্থনা করতে পারেন। তবে কখনই নিচু মনের হবেন না এবং সবার কল্যাণ কামনা করুন।
পূনশ্চঃ
এক. এমন কিছু লোক আছে যারা আপনাকে উত্তেজিত করতে দ্বিধা করবে না, আপনার মধ্যে সবচেয়ে খারাপটি বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। যখন তারা এটি অর্জন করবে, তখন তারা শিকার নিয়ে খেলবে এবং আপনাকে খারাপ বোধ করাবে। এই ধরনের লোকদের সম্পর্কে সচেতন হন। তাদের সত্যিই সাহায্যের প্রয়োজন। শান্ত থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করুন। আপনার মধ্যে সংযম বজায় রাখুন।
দুই. সর্বশক্তিমান ছাড়া অন্য কাউকে আপনার হৃদয় পুরোপুরি দেয়ার বিষয়ে সতর্ক থাকুন। সবাই আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু একমাত্র তিনিই আপনাকে সুস্থ করতে পারেন। তাই বুদ্ধিমান হন, বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন এবং যারা আপনার প্রতি তাদের ভালবাসা প্রকাশ করতে একটুও সময় নেয় না তাদের কাছ থেকেআপনার হৃদয়কে যতটা সম্ভব রক্ষা করুন।
তিন. যদি আপনার হৃদয় সঠিক জায়গায় না থাকে তবে আপনি কখনই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আপনি যা কিছু করেন তার উদ্দেশ্যকে পবিত্র করুন। সোশ্যাল মিডিয়ার এই যুগে গ্রহণযোগ্যতা এবং অনুমোদনের জন্য অতিরঞ্জিতভাবে প্রদর্শন করা, চালিয়ে যাওয়া আর সাফল্য অর্জনের চেষ্টা করা সহজ। সব সময় আপনার হৃদয়কে সুরক্ষিত করুন।
চার. পরাক্রমশালী। আমাদের সামনে এগিয়ে চলার শক্তি এবং সাহস দিন। আমাদের চারপাশে অনেক কিছু চলছে আর এতে সহজে হতাশা চলে আসে। আমাদের শক্তি এবং অনুপ্রেরণা ক্রমাগত পরীক্ষার সম্মুখিন হচ্ছে। জীবনের চাপগুলি যেন আমাদেরকে হতাশ না করে। আমাদের পথ ছেড়ে না যেতে বরং অবিচ্ছিন্ন গতিতে এগিয়ে যেতে সহায়তা করুন!
পাঁচ. খারাপ চোখ বাস্তব এবং এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। অধিকাংশ মানুষ নিজেদের রক্ষায় অবহেলা করে এবং তাদের আশীর্বাদ প্রদর্শনের ব্যাপারে চিন্তা করে না; সোশ্যাল মিডিয়াতে তাদের জীবনের প্রতিটি বিবরণ পোস্ট করে। জেনে রাখুন যে আপনার গল্প যারা দেখেন তারা সবাই আপনার জন্য খুশি হবেন না।
দ্রষ্টব্যঃ
তোমরা দ্রুত অগ্রসর হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের মতো, যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহভীরুদের জন্য। ’ (সুরা আলে ইমরান, ১৩৩);
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ বের করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে দান করবেন জীবিকা। যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। ’ (সুরা তালাক, আয়াত : ২-৩)
মহানবী (সা.) বলেন, ‘ওপরের হাত (দাতার হাত) নিচের হাত (গ্রহীতার হাত) অপেক্ষা উত্তম। প্রথমে তাদের দেবে যাদের ভরণ-পোষণের দায়িত্ব তুমি বহন করো। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হতে সদকা করা উত্তম। যে ব্যক্তি (পাপ ও ভিক্ষা করা থেকে) পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখেন এবং যে পরনির্ভরতা থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন। ’ (সহিহ বুখারি, হাদিস : ১৪২৭)
* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি
