গাজায় ইসরায়েলের বর্বর হামলায় আরো দুই শতাধিক নিহত

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের বর্বর হামলায় আরো দুই শতাধিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এসব হামলার ঘটনা ঘটে। সবচেয়ে জোরালো হামলা হয়েছে গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহ ও নুসেইরাত এলাকায়। এ ছাড়া দক্ষিণের রাফা শহর ও গাজা নগরীর উত্তরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর থেকে বলা হয়েছে, নুসেইরাতসহ গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২১০ জন। আহত ব্যক্তিদের অনেকে আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, রাস্তায় এখনো ‘অনেক’ মরদেহ রয়েছে। আহত ব্যক্তিদের অনেকে রাস্তায় পড়ে আছেন।

জনাকীর্ণ হাসপাতাল থেকে টেলিফোনে আল-জাজিরার প্রতিবেদক হিন্দ কৌদারি জানান, পরিস্থিতি বেশ উত্তেজনাকর। আতঙ্কে, প্রাণভয়ে অনেকেই রাস্তায় নেমে এসেছেন। কিন্তু কোথায় যাবেন, জানেন না কেউ। প্রতি মিনিটে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। হাসপাতালের ভেতরে মানুষের চিৎকার, চেঁচামেচি, কান্না শোনা যাচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে শিশুরাও রয়েছে। সুত্র : আল জাজিরা ও আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *