ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দিচ্ছে স্লোভেনিয়া

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ফিলিস্তিনকে এবার স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। এর আগে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করেছে। স্লোভেনিয়া দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে ফিলিস্তিনকে আগেই স্বীকৃতি দিয়েছে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া। গত ২৮ মে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও।

বৃহস্পতিবার স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্তটি কার্যকর করতে আগামী মঙ্গলবার পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এক্স পোস্টে বলেন, ‘আমি আশা করি, স্লোভেনিয়া সরকারের এই সুপারিশ প্রত্যাখ্যান করবে দেশটির পার্লামেন্ট।’ সুত্র: আল-জাজিরার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *