নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশির এবারের ৫২তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস এর প্রথম রাউন্ডে জুরি সদস্য হিসাবে আমন্ত্রিত হয়েছেন।
আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস মূলত ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের “ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস এন্ড সায়েন্সেস (আইএটিএএস) এর একটি মর্যাদাপূর্ণ পুরস্কার।
এ বিষয়ে আশরাফ শিশির বলেন, “আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার হিসেবে স্বীকৃত। এমন একটা ইভেন্টে জুরি সদস্য হিসাবে আমন্ত্রিত হওয়া আমি মনে করি, সেটা শুধু আমার একার জন্য সম্মানজনক নয়, এটা দেশের জন্যেও গর্বের। ”
আশরাফ শিশির চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিস, ডেনমার্ক, জার্মানী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জর্ডান, মরক্কো, তিউনেশিয়া ও ইরানের প্রায় ৩৫টিরও বেশী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য হিসাবে কাজ করছেন।

আশরাফ শিশিরের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে “গাড়িওয়ালা”,”গোপন”,”যুদ্ধটা ছিল স্বাধীনতার”, “আমরা একটা সিনেমা বানাবো”।
গাড়িওয়ালা ২০১৫ সালে মুক্তি পায় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ৩৩ দেশের ১২৩ টিরও বেশী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়ে ২৮ টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।
‘গোপন’ ২০১৭ সালে নির্মিত হয় এবং দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারসহ ১৮ দেশের ২৭ টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়ে ৪টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। “যুদ্ধটা ছিল স্বাধীনতার” ২০১৮ সালে নির্মিত হয় এবং ৯ দেশের ১৮টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। “আমরা একটা সিনেমা বানাবো” নামের ২১ ঘন্টা দৈর্ঘ্যের চলচ্চিত্রটি নির্মাণ করতে সময় লাগে প্রায় ১০ বছর। ২০০৯ এ শুরু হওয়া “মুক্ত দৈর্ঘ্যের চলচ্চিত্র”টি ২০১৯ এ সেন্সর সার্টিফিকেট পায়।
২০২০ সালের ১৯-২০ জুলাই পাবনার ঐতিহ্যবাহী রুপকথা সিনেমা হলে আনুষাঙ্গিক বিরতি দিয়ে একটানা ২১ ঘন্টা দৈর্ঘ্যের চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি ইতিমধ্যেই উইকিপিডিয়া, গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়াসহ বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে বিশ্বের সর্বদৈর্ঘ্যের ফিকশন চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ছবিটির সংক্ষিপ্ত ভার্সন ১১টি দেশের ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ২০২৩ সালের ১৩-১৪ আগষ্টে ছবিটির আংশিক অংশ প্রচারিত হয়েছে চ্যানেল আই-য়ে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করার পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনাবলী উঠে এসেছে আশরাফ শিশিরের বঙ্গবন্ধু বিষয়ক চলচ্চিত্র ‘৫৭০’ এ, যা এ বছরের ১৫ আগষ্টে দেশে ও দেশের বাইরে মুক্তি পাবে।