জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং তার সহকর্মীদের মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন।
মহাসচিবের মুখপাত্র এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছেন। এতে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ, সরকার এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন মহাসচিব।”
বার্তা সংস্থা এ এফ পি জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরাও হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছেন।
হেলিকপ্টার বিধ্বস্তে নিহত অন্যদের সম্পর্কে যা জানা যাচ্ছে
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রায়িসির সাথে রোববার আরো সাতজন নিহত হয়েছেন।
ইরানের শীর্ষ কূটনীতিকদের একজন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্ণর মালিক রাহমাতিও এ দুর্ঘটনায় নিহত হন।
নিহত অন্য যাত্রীদের মধ্যে ছিলেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর প্রধান মোহাম্মদ মেহদী মৌসাভি, সহ-পাইলট কর্ণেল মহসেন দারইয়ানুস এবং কর্ণেল সৈয়দ তাহের মোস্তাফাভি। এছাড়াও টেকনিশিয়ান মেজর বাহরুজ কাদিমী।
বিমানে আরো ছিলেন তাবরিজের শুক্রবারের ইমাম মোহাম্মদ আলি আল-এ হাশেম। ইরানের ক্রাইসিস ম্যানেজম্যান্ট এজেন্সির প্রধানের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরও তিনি এক ঘণ্টা বেঁচে ছিলেন এবং প্রেসিডেন্টের কার্যালয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন। – বিবিসি