ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির মৃত্যুতে শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রায়িসিকে একজন “অসাধারণ রাজনীতিবিদ” এবং “রাশিয়ার সত্যিকারের বন্ধু” হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
পুতিন বলেন, রাইসি তার সমগ্র জীবন দেশের সেবায় এবং “প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়নে” উৎসর্গ করেছিলেন।
এদিকে ইরানের সদ্য দায়িত্ব নেয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনালাপে এব্রাহিম রায়িসিকে একজন “নির্ভরযোগ্য অংশীদার” বলে অভিহিত করেন পুতিন।
ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, দুই নেতা “রাশিয়া-ইরানের সম্পর্ক আরো শক্তিশালী করতে পারস্পরিক মনোভাব” ব্যক্ত করেছেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার হামলার সময় থেকেই মস্কোর গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী হয়ে উঠেছে ইরান।
আরো শোক জানিয়েছেন ইরানের আরেক ঘনিষ্ঠ মিত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মি. জিনপিং রায়িসিকে চীনের জনগণের “ভালো বন্ধু” হিসেবে উল্লেখ করেছেন।
রয়টার্সের প্রতিবেদন থেকে আরো জানা যাচ্ছে, রায়িসির “দুঃখজনক মৃত্যকে” ইরানের জনগণের জন্য “বিশাল ক্ষতি” হিসেবে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট।
ইরানের বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন। নিষেধাজ্ঞারে আওতায় থাকা ইরানের জ্বালানি তেলের অন্যতম প্রধান ক্রেতাও দেশটি। সুত্র: বিবিসি