জামিন পেয়ে ড. ইউনূস বললেন, মামলাটি সরকার করল, নাকি শ্রমিক করল?

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস জামিন পেয়েছেন। গ্রামীণ টেলিকমের অপর তিনজনকেও জামিন দিয়েছেন আদালত। সেই সাথে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

আজ ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল জামিন আদেশ দেন। আগামী ৩ মার্চ আপিল শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে।

আদালতের বাইরে মিডিয়ার বিভিন্ন প্রশ্নে জবাব দিয়েছে ড. মুহাম্মদ ইউনূস। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমার দিক থেকে একটা বিষয় পরিষ্কার করা দরকার, সরকার বারবার বলতেছে, সকল পর্যায়ে থেকে বলতেছে, এই মামলা সরকার করেনি। কিন্তু আপনারা তো (সাংবাদিক) সাক্ষী। আপনারা তো কোনো কিছু বলছেন না। এটা কি সরকার করল, নাকি শ্রমিক করল? এ জবাবটা আমাকে দেন।’

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তো সরকারি, সরকারের অধীন। শ্রমিক তো কোনো মামলা করেনি, সেটা আপনারা (সাংবাদিক) বলেন। এটা তো মিথ্যা কথা।’

উল্লেখ্য, ২০২১ সালের ১ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। গত বছরের ৬ জুন মামলায় অভিযোগ গঠন করা হয়। ২২ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে শেষ হয় ৯ নভেম্বর। ২৪ ডিসেম্বর যুক্তিতর্ক শুনানি শেষ হয় এবং ১ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

আজ জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জামিন দেয়া হয়েছে বলে তার আইনজীবী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *