যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখে ফিলিস্তিন সমর্থকেরা বুধবার বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের হাতে ‘ফিলিস্তিন মুক্ত কর’, ‘গণহত্যা বন্ধ কর’ লেখা স্লোগান ছিল।
বুধবার ছিল গাজায় ইসরায়েলি হামলার ৮২তম দিন। গাজার হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এদিন হতাহতের নতুন পরিসংখ্যান প্রকাশ করে। ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। নিহত মানুষের তালিকায় রয়েছেন চার হাজারের বেশি শিক্ষার্থী।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বলেছে, ৩৬ জন বিক্ষোভকারীকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা আবর্জনা, গাছের ডাল ও ইটপাথর ফেলে বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তা অবরোধ করেছেন। এ সময় বিভিন্ন যানবাহনেও হামলা চালিয়েছেন এবং এক পুলিশ কর্মকর্তাকে মাটিতে ফেলে দিয়েছেন।
ফিলিস্তিনি পতাকা নেড়ে এবং স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা জেএফকে বিমানবন্দরের প্রবেশপথে মানব অবরোধ তৈরি করে।
নিউইয়র্কের পোর্ট অথরিটি পুলিশ বিভাগ বলেছে, কুইন্সে জন এফ কেনেডি বিমানবন্দর এলাকায় উচ্ছৃঙ্খল আচরণের জন্য ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর এলাকায় আটকে পড়া যাত্রীদের জন্য দুটি বাস পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সুত্র: রয়টার্স, এপি নিউজ ও এবিসি৭