৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব আদালত বর্জনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। পৃথক সংবাদ সম্মেলন করে রবিবার এই ঘোষণা দেন উভয় সংগঠনের আইনজীবীরা। আজ থেকে ৭দিন দেশের কোনো আদালতের বিচার কার্যক্রমে অংশ নেবেন না এই দুই রাজনৈতিক দলের মতাদর্শের আইনজীবীরা।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন আদালত বর্জনের কর্মসূচি পালনের জন্য শপথ নেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় বিএনপি-সমর্থিত আইনজীবী সংগঠনের শীর্ষনেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমরা এখান থেকে শপথ নিলাম কাল (সোমবার) থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালতের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আইনজীবীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এ সময় বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল, ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, সৈয়দ মামুন মাহবুব, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে আদালত বর্জনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জামায়াতপন্থী আইনজীবীরা। সমিতি ভবনে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের নেতারা এ কর্মসূচি পালনের ডাক দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *