৫০ বছরে ব্যান্ড ‘সোলস’

ফিচার বিনোদন সাম্প্রতিক
শেয়ার করুন

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ব্যান্ড ‘সোলস’ উদযাপন করতে যাচ্ছে তাদের ৫০ বছর পূর্তি। আজ (৬ জুন) ঢাকার অভিজাত একটি ক্লাবে লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু হবে ৫০ বছর পূর্তি। ব্যান্ডটির অন্যতম সদস্য ও ভোকাল পার্থ বড়ুয়া জানান, ‌দলটির আগামী এক বছরের কর্মপরিকল্পনা সব কিছুই জানানো হবে আজ। গান প্রকাশের পাশাপাশি এই এক বছরে আরও বেশ কিছু বড় প্রজেক্ট হাতে নিচ্ছে সোলস। তারই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আজ।

১৯৭৩ সালে চট্টগ্রাম থেকে সোলস ব্যান্ডের পথচলা শুরু। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ছিলেন সাজেদ, লুলু ও রনি। ধারাবাহিকভাবে সোলসে যোগ দেন- নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, আইয়ুব বাচ্চু, নাসিম আলী খান, সুব্রত বড়ুয়া রনি, তাজমুল ইমাম, সাজেদুল আলম, মমতাজুল হক লুলু, শাহেদুল আলম, পান্থ কানাই, ইফতেখার উদ্দিন সোহেল, নাইমুল হাসান তানিম, জাকির হোসেন রানা, আহমেদ নেওয়াজ, পার্থ বড়ুয়াসহ অনেকে। একসময় সোলসের হাল ধরেন পার্থ বড়ুয়া। বর্তমানে পার্থ বড়ুয়ার নেতৃত্বে ব্যান্ডে রয়েছেন নাসিম আলী খান, মীর শাহরিয়ার মাসুম (কি-বোর্ড), মারুফ হাসান রিয়েল (বেজ গিটার) ও আহসানুর রহমান আশিক (ড্রামস)।

১৯৮২ সালে প্রকাশিত হয় সোলসের প্রথম অ্যালবাম ‘সুপার সোলস’। এটি ছিল দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অ্যালবাম। এ পর্যন্ত সোলসের ১৩টি অ্যালবাম প্রকাশ হয়েছে। অ্যালবামগুলো হচ্ছে- সুপার সোলস, কলেজের করিডোরে, মানুষ মাটির কাছাকাছি, East & West, এ এমন পরিচয়, আজ দিন কাটুক গানে, অসময়ের গান, মুখরিত জীবন, তারার উঠোনে, To-Let, ঝুট ঝামেলা, কিংবদন্তি, জ্যাম, বন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *