২৩ মে পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ল ড. ইউনূসের

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস-সহ প্রতিষ্ঠানটির চার শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল। আদালতে উপস্থিত হয়ে তারা স্থায়ী জামিনের আবেদন করেছিলেন। গ্রামীণ টেলিকমের অপর তিন শীর্ষ কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। আগামী ২৩ মে পর্যন্ত তাঁদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, তারা আদালতে উপস্থিত হয়ে এই মামলায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্থায়ী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। পরে আদালত জামিনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করেছেন। এর আগে গত ৩ মার্চ এই মামলায় তাদের জামিনের মেয়াদ বাড়ান আদালত। সেদিন পরবর্তী শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।

আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, ‘আমি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরে আমরা নিজেদের যেন নতুন করে আবিষ্কার করতে পারি। তরুণ সম্প্রদায়কে যাতে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি। সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য সবাই মিলে একত্রে চেষ্টা করি, এটাই দেশবাসীর প্রতি আমার আবেদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *