১.৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ব্যাপক বিস্তৃত হচ্ছে ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোর 

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র ক্যানারি ওয়ার্ফ এ অবস্থিত আইডিয়া স্টোরের শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও বিস্তৃত করতে যৌথভাবে কাজ করে যাচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপ।
এই প্রকল্পে ১.২ মিলিয়ন পাউন্ড ব্যয় করছে ক্যানারি ওয়ার্ফ গ্রুপ, যার মাধ্যমে স্টোরটি আধুনিকায়নের পাশাপাশি একটি নতুন শিশু লাইব্রেরি গড়ে তোলা হচ্ছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলও এই প্রজেক্টে অতিরিক্ত ২.৫ লক্ষ পাউন্ড বিনিয়োগ করছে।

উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার পর বিশেষ এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে শিশুদের লাইব্রেরির, যেখানে থাকবে বাড়তি স্থান, নতুন হিটিং ও কুলিং সিস্টেম, উন্নত বায়ু চলাচলের ব্যবস্থা, আলো এবং আধুনিক ফ্লোরিং।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর এডুকেশন, ইয়ুথ এন্ড লাইফ লার্নিং, কাউন্সিলর মাইয়ুম তালুকদার আইডিয়া স্টোর পরিদর্শন করেন। তার সাথে উপস্থিত ছিলেন কেবিনেট মেম্বার ফর রিসোর্স এন্ড দ্যা কস্ট অফ লিভিং, কাউন্সিলর সাঈদ আহমদ সহ ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সিনিয়র কর্মকর্তাগণ।

ডেপুটি মেয়র মাইয়ূম তালুকদার সহ অন্যরা নতুন করে সংস্কার হতে যাওয়া আইডিয়া স্টোরের অন্যান্য অংশ ঘুরে দেখেন। এসময় তারা সামার অব ফান প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি স্টোরি টাইম সেশনে অংশ নেন, যেখানে শিশুরা ও বড়রা একসাথে দারুণ সব গল্প শুনেন এবং আনন্দে মেতে উঠেন।

তারা বলেন, “এটি শুধু বিনোদনের অংশ নয়, বরং শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবং শিক্ষার বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *