যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ মার্কিন নৌসেনা নিহত হয়েছেন। হেলিকপ্টারটি মঙ্গলবার রাতে সান দিয়েগোর বাইরে পাহাড়ে বিধ্বস্ত হয়। ঝড়ো আবহাওয়ার কারণে সিএইচ-৫৩ই সুপার স্ট্যালিয়ন নামের বিমানটি নিচে পড়ে বিধ্বস্ত হয়। এটি নেভাডার ক্রিক বিমানঘাঁটি থেকে মিরারমার মেরিন কর্পস এয়ার স্টেশনে যাচ্ছিলো বলে জানা গেছে।
সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার সকালে হেলিকপ্টারটি শহর থেকে প্রায় ৪৫ মাইল দূরে পাইন ভ্যালির পাহাড়ী সম্প্রদায়ের মাধ্যমে আবিষ্কৃত হয়। যেখানে পাঁচজন ক্রু সদস্য ছিলেন।
প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, তিনি এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নৌসেনাদের মৃত্যুর খবর জানতে পেরে মর্মাহত। তিনি বলেন আমাদের পরিষেবা সদস্যরা আমাদের দেশের সেরা প্রতিনিধিত্ব করে এবং এই পাঁচ মেরিনও এর ব্যতিক্রম ছিল না।
থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের কমান্ডার মেজর জেনারেল মাইকেল বোর্গস্কাচল এক বিবৃতিতে বলেছেন, ভারাক্রান্ত মন ও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের থার্ড মেরিন এয়ারক্রাফট উইং ও ‘ফ্লাইং টাইগার’-এর প্রশিক্ষণ চলার সময় আমাদের পাঁচ সেনা নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। সুত্র: স্কাই নিউজ ও এএফপি