হিলারি ক্লিনটন বললেন, নেতানিয়াহু বিশ্বাসযোগ্য নন

সাম্প্রতিক
শেয়ার করুন

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কড়া ভাষায় আক্রমণ করে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তাকে যেতে হবে। তিনি যদি যুদ্ধবিরতির পথে বাধা হয়ে থাকেন, যদি পরবর্তী পদক্ষেপের প্রতি প্রতিবন্ধক হয়ে থাকেন, তবে তাকে অবশ্যই বিদায় নিতে হবে।

হিলারি ক্লিনটন বুধবার সন্ধ্যায় একটি টেলিভিশন সাক্ষাৎকারের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তাকে পদচ্যুত করার আহ্বান জানিয়েছেন। এমএসএনবিসির ‘আলেক্স ওয়াঙ্গার টুনাইট’-এ হিলারি আরো বলেন, নেতানিয়াহুকে বিদায় করতে হবে। তিনি বিশ্বাসযোগ্য নেতা নন। তার বিদায় নেয়া উচিত।

হিলারি যুদ্ধে ইসরায়েলের অবস্থান সমর্থন করে বলেন, হামাস তা শুরু করেছে এবং যুদ্ধের নিয়মের মধ্যে ইসরায়েলের অধিকার আছে নিজেকে রক্ষা করার। ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় সামরিক হামলা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন করা হলে হিলারি ক্লিনটন বলেন, এটি ভয়াবহ ব্যাপার।

তিনি বলেন, ‘আমরা একটি যুদ্ধবিরতি আশা করি। হামাস যদি যুদ্ধবিরতে রাজি হয়, তবে একটি যুদ্ধবিরতি হবে।’ সূত্র: ওয়ার্ল্ড ইসরায়েল নিউজ ও টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *