হামাস বিরোধী প্রচারে তহবিল গড়ছেন ইসরায়েলপন্থী বিলিয়নেয়ার

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ যখন বিক্ষোভ করছেন, তখন ইসরায়েলের ভাবমূর্তি পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছেন ইসরায়েলপন্থী এক মার্কিন বিলিয়নেয়ার। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তুলে ধরা এবং ইসরায়েলের পক্ষে প্রচারণা চালাতে কয়েক লাখ ডলারের তহবিল গড়ে তুলছেন বিলিয়নেয়ার ব্যারি স্টার্নলিক্ট।

তহবিলের জন্য গণমাধ্যম, আর্থিক ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের কাছে কয়েক লাখ ডলার অনুদান চাওয়া হয়েছে। ইসরায়েলের প্রতি মানুষের সহানুভূতি আদায়ের এই প্রচারণার নাম দেওয়া হয়েছে, ফ্যাক্টস ফর পিস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিমাফর এই তথ্য জানিয়েছে।

ব্যারি স্টার্নলিক্ট একটি ই-মেইলে ইসরায়েলকে সহায়তা করতে বিত্তশালীদের অনুরোধ করেন। হামাসকে সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়ে তিনি ই-মেইলে লিখেছেন, ‘হামাস শুধু ইসরায়েলের নয়, যুক্তরাষ্ট্রেরও শত্রু।’

তহবিলের জন্য ৫০ জনের বেশি ব্যবসায়ীর কাছে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য গুগলের সাবেক সিইও এরিক স্মিথ, ডেলের সিইও মাইকেল ডেল ও ধুনকুবের মাইকেল মিলকেন।

প্রকল্পটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন যোগাযোগ–বিশেষজ্ঞ জশ ব্লাস্তো। তিনি এর আগে যুক্তরাষ্ট্রের সিনেটর চাক শুমার ও নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর সঙ্গে কাজ করেছেন।

ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক ও এক্সের (সাবেক টুইটার) মতো প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ফিলিস্তিনের পক্ষে লেখাগুলোর ব্যবহারকারীদের কাছে যাতে কম পৌঁছায়, সেই ব্যবস্থা নিচ্ছে।

ফ্যাক্টস ফর পিসের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে ফিলিস্তিনিদের দুর্দশার জন্য হামাসকে দায়ী করা হচ্ছে। পাশাপাশি ইসরায়েল গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে, সেটি অস্বীকার করা হচ্ছে। সুত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *