হামাস ও ফাতাহ-সহ ফিলিস্তিনিদের “একীভূত কৌশল” নির্ধারণ

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইসরায়েলের অব্যাহত বর্বর হামলা মোকাবেলায় হামাস এবং ফাতাহ-সহ ফিলিস্তিনি সকল পক্ষ বৈরিতা ভুলে “একীভূত কৌশল” নির্ধারণে একমত হয়েছেন। শুক্রবার রাশিয়ায় অনুষ্ঠিত আলোচনায় এটাকে বিরল ঐক্যে বলে ঘোষণা দেওয়া হয়।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান লিখেছে, হামাস ও ফাতাহ সহ ফিলিস্তিনি দলগুলো মস্কোতে আলোচনার পর রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় অগ্রগতি লাভের কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তুরস্কে একটি কূটনৈতিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় সের্গেই ল্যাভরভ বলেন, হামাস প্রথমবারের মতো ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্ল্যাটফর্মকে সম্মান জানাতে লিখিতভাবে সম্মত হয়েছে।

শুক্রবার ফিলিস্তিনি গোষ্ঠীগুলো এক হয়ে মস্কো থেকে বার্তা দিয়েছে যে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) অধীনে আবারও একই ব্যানারের নিচে আসছে সবাই। সবগুলো পক্ষই এবার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একমত প্রকাশ করেছে।

গত অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৩০ হাজার মানুষ নিহত, লাখ লাখ আহত ও উদ্বাস্তু হয়েছেন। এমন পরিস্থিতিতে হামাস এবং ফাতাহ-সহ ফিলিস্তিনি সংগঠন সমূহের প্রতিনিধিরা রাশিয়ার রাজধানী মস্কোতে বৈঠক করেছেন।

আল জাজিরার ইউলিয়া শাপোভালোভা মস্কো থেকে বৃহস্পতিবার জানিয়েছেন, বৈঠকটি সম্পর্কে প্রচুর “অনিশ্চয়তা” থাকলেও শেষ পর্যন্ত রাশিয়ার সহায়তায় ফিলিস্তিনী দলগুলি একটি “একীভূত কৌশল” গ্রহনে একমত হয়েছেন। রাশিয়া আগেও একই ধরনের মিটিং আয়োজন করেছে। এটি ছিল চতুর্থ বৈঠক। স্পষ্টতই তারা ফিলিস্তিনি উপদলের মধ্যে পুনর্মিলনে সাহায্য করছে।

প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের সেক্রেটারি জেনারেল মোস্তফা বারঘৌতি বলেছেন, “আজকের মতো ঐক্যের এত কাছাকাছি পরিবেশ কখনও দেখেননি”। বারঘৌতি আল জাজিরাকে বলেছেন, “আলোচনাটি ভবিষ্যতের জাতীয় ঐক্যমত্য সরকারের উপর দৃষ্টি নিবদ্ধ করবে এবং গাজার এই ভয়ানক দুর্ভোগ কমাতে এবং গাজার জনগণের উপর ইসরায়েলের জাতিগত নির্মূলের প্রচেষ্টা প্রতিরোধ করবে।”

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি বুধবার বলেছেন “আমরা আশা করি একটি টেকনোক্র্যাটিক সরকারকে সমর্থন করার প্রয়োজনীয়তার বিষয়ে সমস্ত দলগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে ভাল ফলাফল আসতে পারে।”

বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত সম্মেলনে হামাস, ইসলামিক জিহাদ, ফাতাহ ও অন্য ফিলিস্তিনি গোষ্ঠী ইসরায়েলকে মোকাবিলায় ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেছে। ফিলিস্তিনের বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ তার পদত্যাগের পর ফিলিস্তিনি সকল পক্ষের মধ্যে ঐক্যের ডাক দেন। এরপরই মস্কোতে মিলিত হন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *