ফিলিস্তিনের গাজায় হামাসের প্রতিরোধে একদিনে আট ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন ২০২৪) ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, জানুয়ারি থেকে গাজায় এটি ছিল আইডিএফের জন্য সবচেয়ে মারাত্মক ঘটনা।
হামাস যোদ্ধারা দক্ষিণ গাজায় সাঁজোয়া যানকে আচ্ছন্ন করে আঘাত করেছে। এতে যানবাহনে বিস্ফোরণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। হামাসের সশস্ত্র শাখা বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি সাঁজোয়া বহরে অতর্কিত হামলা চালিয়েছে। রাফাহ শহরের পশ্চিমের এলাকায়, যেখানে ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহ ধরে অগ্রসর হচ্ছে। তারা সেখানে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যা ও আহত করেছে।
আইডিএফ বলেছে, যুদ্ধ প্রকৌশলীদের স্কোয়াড আধা ডজন সাঁজোয়া যানের কাফেলায় ছিল। শনিবার ভোর ৫টায় দক্ষিণ গাজা শহরের তাল আল-সুলতান এলাকায় একটি মিশন থেকে ফিরে আসার সময় তাদের গাড়িটি ধ্বংস হয়ে যায়। সৈন্যদের সবাই নামারের আর্মার্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং ভেহিকেল (সিইভি) এর ভেতরে নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার ওয়াসেম মাহমুদ। বাকি সাত সেনার নাম পরে প্রকাশ করা হবে। তাদের পরিবারকে মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়েছে। এই মৃত্যুর মধ্য দিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে এবং গাজা সীমান্তে অভিযানে নিহত আইডিএফ সেনার সংখ্যা ৩০৭ জনে পৌঁছেছে।
গাজায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা ৩৭ হাজারের বেশি দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, তাদের বেশিরভাগই বেসামরিক নারী এ শিশু। সূত্র: অবজারভার, আল জাজিরা, টাইমস অব ইসরায়েল