হামাসকে নির্মূল করা নিয়ে নেতানিয়াহু ও সামরিক বাহিনীর মধ্যে প্রকাশ্য বিভক্তি

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি যখন বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

আর এ নিয়েই অর্থাৎ হামাসকে নির্মূল প্রশ্নে নেতানিয়াহু ও সামরিক বাহিনীর মধ্যে বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে। বৃহস্পতিবার (২০ জুন ২০২৪) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর বেরিয়েছে।

এতে বলা হয়, গাজা উপত্যকায় হামাসকে ধ্বংস করার বিষয়ে নেতানিয়াহুর বক্তব্য নিয়ে প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র প্রশ্ন তুলেছেন। প্রায় ৯ মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন সময় আইডিএফ মুখপাত্র হ্যাগারি গত বুধবার দেশটির চ্যানেল ১৩কে বলেছেন, হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব।

ড্যানিয়েল হ্যাগারি বলেন, ‘হামাসকে ধ্বংস করা, হামাসকে অদৃশ্য করে দেওয়ার কথা বলাটা কেবলই জনসাধারণের চোখে ধুলো দেওয়ার মতো বিষয়। হামাস একটি আদর্শ, হামাস এমন একটি দল যারা জনগণের হৃদয়ে গেঁথে আছে। যারা মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারব, সেটা ভুল।’

মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারির এই মন্তব্যে নেতানিয়াহুর অফিস ‘ক্ষুব্ধ প্রতিক্রিয়া’ ব্যক্ত করেছে। বলা হয়েছে, হামাসের সামরিক এবং শাসন ক্ষমতা ধ্বংস করে দেওয়ার বিষয়টি যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যুদ্ধকালীন মন্ত্রিসভা ঠিক করে দিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীকে অবশ্যই এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *