হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে “চূড়ান্ত জবাব” দেওয়ার হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইরান ও তার মিত্রদের ওপর হামলার প্রতিক্রিয়ায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে “চূড়ান্ত জবাব” দেওয়ার হুমকি দিয়েছেন।
২৬ অক্টোবর ইরানের সামরিক ঘাঁটি ও অন্যান্য লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় অন্তত পাঁচজন নিহত হন। আয়াতুল্লাহ আলী খামেনি এমন সময় এই বক্তব্য দিলেন যখন ইরানের কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে ওই হামলার জবাবে আরেক দফা হামলা চালানোর ক্রমাগত হুমকি দিচ্ছেন।

যে কোন পক্ষ থেকে আবার হামলা আসলে পুরো মধ্যপ্রাচ্য আরও বড় আকারে সংঘাতে নিমজ্জিত হতে পারে। মঙ্গলবার অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অল্প কয়েকদিন আগে গাজা ভূখণ্ডে ইসরায়েল-হামাস যুদ্ধ ও লেবাননে চলমান ইসরায়েলের স্থল অভিযানের মাত্রা বেড়ে আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে খামেনি বলেন, “শত্রুরা যেই হোক না কেন, ইহুদিবাদী শাসক অথবা যুক্তরাষ্ট্র, তারা সকলেই ইরান, ইরানের জনগণ ও আক্রমণ প্রতিরোধকারীদের বিরুদ্ধে যা করছে, তার চূড়ান্ত জবাব পাবে। ”

হামলার হুমকি দিলেও তা কখন আসতে পারে বা এর মাত্রা কেমন হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাননি সর্বোচ্চ এই নেতা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের বেশ কিছু অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে থাকে। কিছু সেনা সদস্য এখন ইসরায়েলে টার্মিনাল হাই অলটিচিউড এরিয়া ডিফেন্স বা থাড ব্যাটারি পরিচালনা করছেন।

আগের মন্তব্যগুলোতে অপেক্ষাকৃত বেশি সতর্ক ছিলেন ৮৫ বছর বয়সী খামেনি। তিনি বলেছিলেন, কর্মকর্তারা ইরানের প্রতিক্রিয়া কেমন হতে পারে, তা খতিয়ে দেখবে এবং ইসরায়েলের হামলাকে “বাড়িয়ে দেখারও কিছু নেই, কমিয়ে দেখারও কিছু নেই।” – এপি, ভিওএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *