হাজী সেলিম গ্রেপ্তার

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

রাজধানীর বংশাল এলাকার (ঢাকা-৭) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির (ডিবি উত্তর) যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাত দেড়টার দিকে বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

হাজি সেলিম ও তাঁর স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর মামলা করে দুদক। বিচারিক আদালত ২০০৮ সালের ২৭ এপ্রিল ওই মামলায় রায় দেন। রায়ে হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হয়।

২০২২ সালে ওই মামলায় হাজি সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। পরে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর কিছুদিন কারাভোগের পর ২০২৩ সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাঁকে জামিন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *