হাউস অফ কমন্সে ঋষি সুনাকের প্রথম পরাজয়

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোমবার প্রথমবারের মতো হাউস অফ কমন্সে পরাজয়ের শিকার হন। দূষিত রক্তে ক্ষতিগ্রস্থদের ব্যাপারে দীর্ঘকাল ধরে চলমান কেলেঙ্কারিতে ক্ষতিপূরণের পরিকল্পনাকে ত্বরান্বিত করতে সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। এতে সরকারদলীয় ২৩ এমপি সুনাকের বিপক্ষে ভোট প্রদান করেছেন।

১৯৭০ এবং ১৯৮০’র দশকে  যুক্তরাজ্যের হাজার হাজার মানুষ হিমোফিলিয়া জাতীয় বিরল রক্ত ব্যাধিতে ভুগছিলেন। তখন এই রোগিদের জন্য রক্ত দাতাদের অনেকে এইডস সৃষ্টিকারী এইচআইভি ও হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত ছিলেন।

অনুসন্ধান অনুসারে দূষিত রক্তে প্রায় ১২৫০ জন এইচআইভি সংক্রমিত হয়েছেন বলে মনে করা হয়, যাদের মধ্যে তিন-চতুর্থাংশ ২০২০ সালের মধ্যে মারা গিয়েছেন। আরও ২৬৮০০ জন গুরুতর অসুস্থ লোকের মধ্যে ২৪০০ থেকে ৫০০০ লোক হেপাটাইটিস সি-তে আক্রান্ত হন।

২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে পাবলিক তদন্তের ঘোষণা করেছিলেন। সংক্রমিত ব্যক্তি এবং শোকাহত অংশীদাররা এ পর্যন্ত প্রত্যেকে ১০০০০০ পাউন্ডের অন্তর্বর্তী পেমেন্ট পেয়েছেন, যার ফলে প্রায় ৪০০ মিলিয়ন পেআউট হয়েছে। ভোটের ফলস্বরূপ, প্রধানমন্ত্রী ঋষি সুনাক এখন এই বছর ২০ বিলিয়ন পাউন্ড ব্যয়ের প্রতিশ্রুতিতে বাধ্য হবেন।

এই মর্মান্তিক ঘটনার শিকার সকল ব্যক্তিদের ক্ষতিপূরণের পরিকল্পনাকে ত্বরান্বিত করতে একটি সংস্থা প্রতিষ্ঠার দাবিতে হাউস অফ কমন্সে ভোট হয়। বিলটিতে সংশোধনী এনেছিলেন লেবার দলের এমপি ডেম ডায়ানা জনসন।

এতে টোরি দলের হুইপ সরকার দলীয় সংসদ সদস্যদের সংশোধনীর বিরুদ্ধে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। লেবার দলের হুইপ তাদের এমপিদেরকে সংশোধনী সমর্থন করার জন্য বলেছিলেন।

ভিকটিম অ্যান্ড প্রিজনার্স বিলে সংশোধনীটি কমন্সে ২৬৪ ভোটে অনুমোদিত হয়। ২৪২ জন বিপক্ষে ভোট দেন। অন্যান্যদের মধ্যে সংশোধনীর পক্ষে ভোট দিয়েছেন নারী এবং সমতা বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ার ক্যারোলাইন নোকস এবং সাবেক আইনমন্ত্রী স্যার রবার্ট বাকল্যান্ড। 

এতে কনজার্ভেটিভ দলের কিছু এমপি ঋষি সুনাকের সাথে বিদ্রোহ করে বিপক্ষে ভোট দেন। ভোটের ফল ঘোষণার সময়  হাউস অব কমন্সে উল্লাস দেখা দেয়। এটি ঋষি সুনাকের প্রধানমন্ত্রিত্বে পার্লামেন্টে সরকারি দলের প্রথম পরাজয়।

এখন সরকারকে দূষিত রক্তের ট্রান্সফিউশনে আক্রান্ত ব্যক্তিদের এবং তাদের পরিবারের জন্য দ্রুত একটি ক্ষতিপূরণ স্কিম চালু করতে বাধ্য করবে। অনেক শোকাহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হবে যাদের এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সুত্র: ফিন্যান্সিয়াল টাইমস, দ্য গার্ডিয়ান, স্কাই ‍নিউজ

* সাঈদ চৌধুরী– সময় সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *