স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে লন্ডনের রাস্তায় লাখ লাখ জনতার বিক্ষোভ

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শনিবার মধ্য লন্ডনের রাস্তায় লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন। গত মাসে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি সপ্তাহান্তে ব্রিটিশ রাজধানী এবং ইউরোপের অনেক শহরে বিক্ষোভ হচ্ছে।

চার দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভে জনতার ঢল নেমে ছিল। সেন্ট্রাল লন্ডনের সকল পথ পরিপূর্ণ ছিল ফিলিস্তিনের পতাকা হাতে যুদ্ধ বিরোধী জনতার পদভারে। পার্ক লেন থেকে হোয়াইটহল পর্যন্ত আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নারী ও শিশু-কিশোর অংশ নিয়েছেন। বিশাল বিশাল ফিলিস্তিনি পতাকা ছাড়াও বিক্ষোভকারীদের হাতে হাতে ছিল স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে হাজার হাজার প্ল্যাকার্ড।

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে টানা দেড় মাসেরও বেশি সময় ধরে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল।  ইসরায়েলি নির্বিচার হামলায় নিহত হয়েছেন ৬ হাজারেরও বেশি শিশু সহ প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি।

বর্তমানে মানবিক বিরতি চললেও গাজায় আবারও হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই পরিস্থিতিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমেছে মানবতাবাদী বিভিন্ন সংগঠন।

উল্লেখ্য, গত শুক্রবার চার দিনের মানবিক যুদ্ধ বিরতির প্রথম দিনে ইসরায়েলে থেকে ৩৯ ফিলিস্তিনির মুক্তি এবং গাজা থেকে ২৪ ইসরায়েলি ও বিদেশি বন্দি মুক্তি পেয়েছেন। এরপর শনিবার ইসরায়েলের ১৩ বন্দিসহ আরও ১৭ বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েল এখন ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে।

 

 

লন্ডনের পাশাপাশি গ্লাসগো এবং কার্ডিফেও শনিবার বিশাল বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *