স্থল অভিযানে এসে গাজা থেকে পালাতে বাধ্য হয়েছে ইসরাইলি বাহিনী

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস শাসিত গাজায় নির্বিচারে বোমা হামলার মধ্যেই সীমিত পরিসরে স্থল অভিযানে চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। কিন্তু হামাসের সাথে টিকতে না পেরে অবশেষে সমর থেকে পালাতে বাধ্য হয়েছে তারা।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস বলেছে, সোমবার (২৩ অক্টোবর) রাতে ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসে অনুপ্রবেশ করে। তখন তাদের কঠোরভাবে প্রতিরোধ করে হামাস। এ সময় তারা ইসরাইলের দু’টি বুলডোজার ও একটি ট্যাঙ্ক ধ্বংস করে। এতে আক্রমণকারীরা অভিযান প্রত্যাহার করতে বাধ্য হয়।

ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত পরিসরের এই স্থল অভিযানে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সদস্য নিহত ও তিনজন আহত হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, তাদের বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসে সীমিত পরিসরে স্থল অভিযান চালিয়েছে। এ সময় সেখানে কিছু হামাস যোদ্ধা অবস্থান করছিল। তারা বড় পরিসরে ইসরাইলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তাই তাদেরকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। এ সময় হামাসের হাতে বন্দী থাকা ২২২ ইসরাইলির তথ্য সংগ্রহেরও চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সূত্র: বিবিসি ও রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *