সৌদি আরবসহ ৩৩ দেশের নাগরিকদের ইরান যেতে ভিসা লাগবেনা

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইরান সরকার সৌদি আরবসহ ৩৩টি দেশের পাসপোর্টধারীদের জন্য ভিসার প্রয়োজনীয়তা বাতিল করেছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর পর্যটন মন্ত্রী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পর্যটন মন্ত্রী ইজ্জাতোল্লা জারঘামির বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বব্যাপী মানুষের জন্য দরজা খুলে দিতে এবং তাদেরকে আরো সুযোগ-সুবিধা প্রদানে প্রস্তুত। সকলে যেন সহজেই আমাদের দেশে আসতে পারেন এবং সুবিধাগুলো থেকে উপকৃত হতে পারেন।

এই সিদ্ধান্তে অন্তর্ভুক্ত অন্য দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। পাশাপাশি বাহরাইন, যাদের সাথে তেহরান এখনো সম্পূর্ণ সম্পর্ক পুনঃস্থাপন করতে পারেনি। ওমানের নাগরিকরা আগে থেকেই ভিসার আবেদন ছাড়াই ইরানে যেতে পারতেন।

আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে ভিসা ছাড়াই ইরানের নাগরিকরা যেতে পারবেন এমন দেশ বা অঞ্চলের সংখ্যা ৪৫-এ উন্নীত হবে।

আইএসএনএ দেশগুলোর একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে লেবানন, তিউনিসিয়া এবং ভারতও রয়েছে। পাশ্চাত্যের মিত্র ক্রোয়েশিয়া তালিকায় একমাত্র ইউরোপিয় দেশ। সূত্র : আরব নিউজ ও রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *