সে বন্ধুদের মূল্য দিন যারা সর্বশক্তিমানের কাছে নেয় : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ: মাসুম খলিলী

এক. আপনার সে সব বন্ধুদের মূল্য দিন যারা আপনাকে সর্বশক্তিমানের কাছাকাছি নিয়ে আসে। আর এমন সম্পর্কগুলি ছেড়ে দিতে শিখুন যা আপনার ও তাঁর মধ্যে দূরত্ব তৈরি করে। এই ধরনের মানুষের সাথে সময় নষ্ট করার জন্য জীবনটি অনেক বেশি ছোট।

দুই. লোকেরা আপনাকে দোষারোপ করবে, বাজে কথা বলবে এবং আপনার সম্পর্কে গল্প তৈরি করবে কারণ আপনি তাদের নাটকের অংশ হতে অস্বীকার করেছেন। এটা হতে দিন। তাদের আপনার শান্তি ব্যাহত করতে দেবেন না। সর্বশক্তিমান সত্য কোনটি তা জানেন। এখানেই সব বিষয়ের সমাপ্তি।

তিন. সবাই আপনার জন্য খুশি হবেন এমনটি না। আপনার আশীর্বাদের খবর সবার সাথে শেয়ার করা বন্ধ করুন। কিছু লোক এটি হজম করতে পারে না, আর তারা এটিকে নষ্ট করতে যা যা করতে হয় তা করবে। মনে রাখবেন, এই লোকেরা নিরাপত্তাহীনতা আর হুমকির দ্বারা বিপন্নতা বোধ করে। সত্যিকারের বন্ধুদের আপনার জন্য সর্বোত্তমটি কামনা করা উচিত, যদিও আপনি তাদের চেয়ে ভাল করেন।

পূনশ্চঃ

এক. হাল ছাড়বেন না। আপনি যদি ক্লান্ত হন, বিশ্রাম নিন। সর্বশক্তিমানের কাছে আপনার শক্তি চান। তাঁর উপর ভরসা করে অপেক্ষা করুন এবং তিনি আপনাকে রিচার্জ করবেন এবং আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করবেন। তাকে বিশ্বাস করুন এবং কখনও হাল ছেড়ে দিবেন না।

দুই. নেতিবাচক আবেগ নেতিবাচক ফলাফল আনবে। আমরা জানি- ভালবাসা ও মমত্ববোধ কতটা সহায়ক হতে পারে, তেমনি আমরা বুঝতে পারি যে রাগ, অহংকার, হিংসা-বিদ্বেষ ও ঔদ্ধত্য কতটা ক্ষতিকারক হতে পারে। সুতরাং সব সময় ইতিবাচক প্রতিক্রিয়া বেছে নিন। এটি আপনার জীবনে বিশাল প্রভাব ফেলবে।

তিন. কখনই ভাববেন না যে আপনি এত বেশি পাপ করে ফেলেছেন যে সর্বশক্তিমান আপনাকে ক্ষমা করবেন না। আপনি যতক্ষণ অনুতপ্ত হন এবং ক্ষমা প্রার্থনা করেন ততক্ষণ তিনি সাথে থাকবেন। শয়তান যেন আপনাকে অন্য কিছু অনুভব করানোর সুযোগ না পায়। অতএব আপনি যতই বিপথে যেয়ে থাকেন না কেন, বিনা দ্বিধায় সর্বশক্তিমান আল্লাহর দিকে ফিরে যান! বিলম্ব করবেন না!

চার. আপনার বন্ধু পছন্দের ব্যাপারে সতর্ক থাকুন যেন আপনি একেবারে তাদের মতো হয়ে না উঠেন। আপনার বন্ধুদের মতামত প্রায়শই অন্যদের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠে, এমনকি আপনার পরিবারের সদস্যদের চেয়েও। এজন্য আপনার স্বার্থেই বুদ্ধিমত্তার সাথে বন্ধু বাছাই করুন। আপনি সফল বা ব্যর্থ হওয়ার জন্য তারা কারণ হতে পারে!

দ্রষ্টব্যঃ

আর এ দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখেরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জানত। (সূরা আল-‘আনকাবূত: ৬৪)

তুমি বল, দুনিয়ার সুখ সামান্য। আর যে তাকওয়া (আল্লাহর ভয়) অবলম্বন করে, তার জন্য আখেরাত উত্তম এবং তোমাদের প্রতি সূতা পরিমাণ যুলুমও করা হবে না’ (সূরা আন-নিসা: ৭৭)

বানূ ফিহরের ভাই মুসতাওরিদ হতে বর্ণিত তিনি বলেন: রাসূল সা. বলেন: আল্লাহর শপথ! ইহকাল-পরকালেন তুলনা অতটুকুই, যেমন তোমাদের কেউ তার এ আঙ্গুলটি সমুদ্রে পানিতে ভিজিয়ে দেখল যে, কতটুকু পরিমাণ এতে পানি লেগেছে। বর্ণনাকারী ইয়াহইয়া এ সময় শাহাদাত আঙ্গুলের দ্বারা ইঙ্গিত করেছেন’(ছহীহ মুসলিম, হা/২৮৫৮)

সাহল ইবনু সা‘দ আস্-সা‘ঈদী (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সা. বলেছেন, ‘জান্নাতে চাবুক পরিমাণ সামান্য জায়গাও দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে, তার থেকে উত্তম’ (বুখারী: ৩২৫০, মুসলিম: ১৮৮১)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *