চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পেয়েছেন লোপা হোসেইন

সেরা শিল্পী হলেন লোপা হোসেইন

ফিচার বিনোদন সাম্প্রতিক
শেয়ার করুন

জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৮তম আসর। সম্প্রতি রাজধানীর অভিজাত একটি হোটেলে তারকা খচিত আয়োজনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা নামে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড গ্রহণ করতে একে একে হাজির হয়েছিলেন দেশীয় সংগীতের নক্ষত্ররা।

এবারের আসরে শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পীর পুরস্কার পেয়েছেন লোপা হোসেইন ও আসিফ আকবর। সীরাজুম মুনির এর কথা ও সুরে “আত্মা সঙ্গী’ শিরোনামের এ গানের জন্য শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পী হয়েছেন লোপা হোসেইন।

সম্মানজনক সংগীতের এই অ্যাওয়ার্ডপ্রাপ্তি প্রসঙ্গে লোপা হোসেইন বলেন, আমি দীর্ঘদিন যাবত গান করছি। পাশাপাশি সংবাদ উপস্থাপনা এবং লেখালেখিও করি। ব্যস্ততার জন্য মাঝে কিছুদিন নতুন গান প্রকাশ করতে পারিনি। তবে এখন আমার ইউটিউব চ্যানেল ‘লোপা হোসেইন’ এ নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছি।

লোপা হোসেইন ও সীরাজুম মুনির
লোপা হোসেইন ও সীরাজুম মুনির

এই স্বীকৃতিপ্রাপ্তিতে আমি আগামীর পথচলায় আরো বেশি অনুপ্রেরণা পেয়েছি। গানটির জন্য গীতিকবি ও সুরকার সীরাজুম মুনির ও আসিফ আকবর এর অবদান অনেক বেশি। সেই সাথে দর্শক শ্রোতারাও এই সাফল্যের অংশীদার। ‘আত্মা সঙ্গী’ গানটি আমার আমার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হচ্ছি। যার ফলে এবছর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দর্শক-শ্রোতা, চ্যানেল আই কর্তৃপক্ষ ও আসিফ আকবর ভাইয়ের প্রতি। বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি আমার আত্মা সঙ্গী, জীবনসঙ্গী সীরাজুম মুনিরকে এতো সুন্দর একটি গান নির্মাণ করার জন্য।

দর্শক-শ্রোতারা লোপা হোসেইন এর ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন- লিখে নিলাম তোমারই নাম, সুবহানআল্লাহ, আল্লাহু আল্লাহু, আমি বাংলায় গান গাই ইত্যাদি গান।

লোপা আরও জানান, দর্শক-শ্রোতারা তাকে নিয়মিত পাচ্ছেন তার অফিসিয়াল ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল, টুইটার, লিংকডইন ও ডিজিটাল আর্কাইভ ওয়েবসাইটের মাধ্যমে।

এবারের আসরে পুরস্কার পেয়েছেন দেশের নামী গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, কণ্ঠশিল্পী ও সংগীত সংশ্লিষ্টরা। আসরে আজীবন সম্মাননা পেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *