সেরাকণ্ঠে সেরাদের সেরা হতে চান অন্তরা

সেরাকণ্ঠে সেরাদের সেরা হতে চান অন্তরা

ফিচার বিনোদন
শেয়ার করুন

মহাসমারোহে চলছে সংগীতের অন্যতম আয়োজন ঐক্য-চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতা। এবারের আয়োজনে সারাদেশ থেকে যতো প্রতিযোগী এসেছে তাদের মধ্য অন্যতম হচ্ছে খুলনা বিভাগের নড়াইল এর কালিয়া উপজেলার অন্তরা দাস কথা।

উচ্চারণ, সুর, কণ্ঠ সব মিলিয়ে এককথায় অনন্য অন্তরা কথা। সেই ছোটবেলা থেকেই গানের পাশাপাশি পড়ালেখায়ও মেধার স্বাক্ষর রেখে এসেছেন অন্তরা। খুলনা মজিদ মেমোরিয়াল সরকারি সিটি কলেজের মেধাবী ছাত্রী অন্তরা এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছেন ভর্তি পরীক্ষায় প্রথম।

ইতোমধ্যে অন্তরা তার অসাধারণ গায়কী দিয়ে চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ আলোকিত করেছেন। জয় করে নিয়েছেন প্রতিযোগিতার সম্মানিত বিচারকমণ্ডলীর হৃদয়। যা ইতোমধ্যে চ্যানেল আইয়ের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকরা দারুণভাবে উপভোগ করছেন।

জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী ‘কথা’ সেরাকণ্ঠ’র গ্র্যান্ড অডিশনে; গাইলেন হৃদয় জুড়ানো গান

অন্তরা কথা বলেন, প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঐক্য-চ্যানেল আই সেরাকণ্ঠের আয়োজকদের প্রতি। কারন, এতোবড় আয়োজনে এসে আমি অনেক কিছু শিখছি, শিখতে পারছি। কৃতজ্ঞতা ও শ্রদ্ধা সম্মানিত বিচারকমণ্ডলী রুনা লায়লা, সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম এর প্রতি। উনাদের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা সত্যি সৌভাগ্যের একটি বিষয়। আর সেরাকণ্ঠের পরিচালক ইজাজ খান স্বপন স্যার এতো সুন্দরভাবে সকল কিছু করছেন যা দেখলে সত্যি অবাক লাগে। উনার সাপোর্ট, দিকনির্দেশনা আমাদের জন্য আজীবন বিরাট পাথেয় হয়ে থাকবে। আমার দৃষ্টিতে এই প্রতিযোগিতায় সবাই সেরা। তবুও কেউ না কেউতো চ্যাম্পিয়ন হয়। যেহেতু আমি সেরাকণ্ঠ প্রমাণের প্রতিযোগিতায় নেমেছি সেহেতু আমি সর্ব্বোচ্চ চেষ্টা করবো সবার সেরা হতে। আমার বিশ্বাস সম্মানিত বিচারকমণ্ডলীর গুরুত্বপূর্ণ মূল্যায়ন ও পরামর্শ, দর্শকদের ভালোবাসা, শিক্ষকদের দোয়া ও পরিবারের সহযোগিতায় আমি এবছর সেরাকণ্ঠ নির্বাচিত হতে পারবো। এই জন্য আমি সবার দোয়া, সাপোর্ট ও ভালোবাসা চাই।

 সেরাকণ্ঠের বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরীর সাথে অন্তরা কথা
সেরাকণ্ঠের বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরীর সাথে অন্তরা

এখন চলছে সেরাকণ্ঠ’র ক্যাম্প রাউন্ড। তাই অন্তরাকে সেরা হওয়ার জন্য এসএমএস (SMS) এর মাধ্যমে যে কেউ যতোবার ইচ্ছে ভোট দিতে পারবে ৪ আগস্ট রাত ৮টা থেকে ৬ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট দেওয়ার নিয়ম- মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে OCSK লিখে স্পেস দিয়ে ANTARA লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে যতো খুশি ততোবার। তবে এসএমএস (SMS) এর ক্ষেত্রে বান্ডেল এসএমএস (SMS) গ্রহণযোগ্য হবেনা।

অন্তরা কথার প্রথম গানের শিক্ষক ছিলেন অরবিন্দ অধিকারী। বর্তমানে খুলনায় হাফিজুর রহমান এর কাছে নিয়মিত গানের তালিম নেন তিনি।

ইতিপূর্বে তিনি বাংলাদেশ শিশু একাডেমি থেকে বাংলাদেশের প্রথম এবং জাতীয় শিক্ষা সপ্তাহে দেশ সেরা হয়ে স্বর্ণ পদক লাভ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *