সেবাকর্মে আত্মনিবেদিত কাউন্সিলার সৈয়দ শেকুল

প্রবাসী যুক্তরাজ্য
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

লন্ডন বারা অব রেডব্রীজের জনপ্রিয় কাউন্সিলার সৈয়দ শেকুল জনগণের খেদমতের মানসিকতা নিয়ে কাজ করেন। শিক্ষা ও সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহন করেছেন সেই ছেলে বেলা থেকে। একান্ত আলাপচারিতায় জানালেন তার বহুমুখী কর্ম তৎপরতার কথা। সেখানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আজিজুল আম্বিয়া ও আশরাফ হক রানা।

মেধাবী ও পরিশ্রমী সৈয়দ শেকুল দেশে অধ্যয়ন করেছেন কৌমী ও সরকারি মাদ্রাসায়। লন্ডন এসে টাওয়ার হ্যামলেটস কলেজে পড়ালেখা করেন। তারপর মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধীনে ডিগ্রী করেছেন বলে জানান।

রেস্টুরেন্ট ও প্রপার্টি ব্যবসায় সফল সৈয়দ শেকুল রাজনীতিতেও বেশ সক্রিয়। লেবার পার্টির ওয়ার্ড চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। মূলধারার রাজনীতিতে আরো ভাল অবদান রাখতে চান আগামীতে।

ওয়ানস্টেড হাই স্কুলে সৈয়দ শেকুল দীর্ঘদিন প্যারেন্টস গভর্নর ছিলেন। এলাকার শিশু কিশোরদের বিকাশ সাধনে সাধ্যমত কাজ করেন। সমাজ বিকাশে ও রাজনীতির চালচিত্রের পটপরিবর্তনে তরুণসমাজের ভূমিকা অগ্রগণ্য বলেই মনে করেন তিনি।

দেশীয় রাজনীতিতে সুবিধাবাদী, চাটুকার ও তৈলবাজ শ্রেণির বলয় সৃষ্টি হয়। যে বলয়ে সাধারণ জনগণের আর সহজ প্রবেশাধিকার থাকে না। তাই দেশীয় রাজনীতি তার অপছন্দ। তবে বিলেতে মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অংশ নেয়ার পক্ষে তিনি। মেধাবীরা রাজনীতিতে না এলে রাষ্ট্রের গুণগত পরিবর্তন আসবেনা বলেই তার ধারণা।

জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সুখ দুঃখে আত্মনিবেদিত এই কর্মবীর একজন সৎ, উদার, নিরহঙ্কারী এবং অতিথিপরায়ন। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে সমাজবদ্ধ হয়ে বাস করেন। তিনি মনে করেন, কাউন্সিলার হিসেবে সমাজের প্রতি রয়েছে তার অনেক দায়-দায়িত্ব। ফলে হাটে, ঘাটে, মাঠে, অলিগলিতে চষে বেড়ান। রাত-বিরাতে ছুটে যান জনগণের সহায়তায়।

ভিডিও লিংক: https://www.facebook.com/100082959350902/videos/447052915045464

* সাঈদ চৌধুরী সময় সম্পাদক, কবি ও কথা সাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *