সেন্সরে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘বিউটি সার্কাস’

ফিচার বিনোদন সাম্প্রতিক
শেয়ার করুন

‘বিউটি সার্কাস’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিলো ২০১৭ সালে। তারপর গত ৫ বছরে অনেক চড়াই-উৎরাই পার করে শুটিং শেষ করে এবার বাণিজ্যিক প্রদর্শনের জন্য আনকাট ছাড়পত্র পেল ছবিটি। বিষয়টি নিচিত করেছেন নির্মাতা মাহমুদ দিদার।

১৯ মে, বৃহস্পতিবার নির্মাতা মাহমুদ দিদার এক ফেসবুক পোস্টে জানিয়েছন, ‘অভিবাদন আপনাদের! যারা সমর্থন, সাহস, অর্থ, শ্রম এবং ভালোবাসা দিয়ে আমাকে ঋণী করেছেন। আমাদের চলচ্চিত্র Beauty Circus সেন্সর বোর্ডের বৈতরণি; আনকাট, প্রশংসার সাথে পার করেছে। এবার মুক্তির পালা। আশা করছি কম সময়ের মধ্যে আমরা চলচ্চিত্রটি বড় পর্দায় নিয়ে আসতে পারবো। আপনাদের জয় হোক।’

নির্মাতা আরও বলেন, ১৮ মে বোর্ডের সদস্যরা ছবিটি দেখেন, এরপর ছাড়পত্র দেওয়া হয়। এবার মুক্তির পালা। আমার আগ্রহ কোরবানির ঈদ নিয়ে। বাকিটা দ্রুতই চূড়ান্ত হবে।’সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস দল আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও বিউটি নামের একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। যেখানে নারী বিউটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ছবিতে নিজের চরিত্রের প্রয়োজনে নিজেকে ঢেলে সাজিয়েছেন জয়া। স্টান্টম্যান ছাড়াই হেঁটেছেন সার্কাসের দড়িতে।

সরকারি অনুদানের তৈরি এই ছবিতে অভিনয় করছেন জয়া আহসান, ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধু প্রমুখ।

আরও পড়ুন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *