সুপ্রিম কোর্টে আইনজীবীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর

সাম্প্রতিক
শেয়ার করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি, পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনা ঘটেছে। একপর্যায়ে বার ভবনের জানালা এবং সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাঙচুরের করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি-আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। এ সময় সম্পাদক আবদুন নূর দুলাল তার কক্ষে অবস্থান করছিলেন। একদল আইনজীবী সম্পাদকের কক্ষের দরজা ও জানালার গ্লাস ভাংচুর করেছেন।

এ সময় বিএনপি-আওয়ামী লীগ সমর্থক কয়েক শ’ আইনজীবী সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি, ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বেলা সোয়া ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত আইনজীবীরা মুখোমুখি হয়ে ধাক্কাধাক্কি, স্লোগান-পাল্টা স্লোগান এবং কক্ষ ভাংচুরের ঘটনায় সুপ্রিম কোর্ট অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিএনপি সমর্থক আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলে সরকার সমর্থদের হামলায় তাদের পাঁচ থেকে ছয়জন আইনজীবী আহত হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

আওয়ামী লীগ সমর্থক চার থেকে পাঁচজন আইনজীবী আহত হয়েছেন বলে দাবি করেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল। ঘটনার পর দুলাল বলেন, সম্পাদকের কক্ষ ভাংচুরের ঘটনায় মামলা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মতো ব্যবস্থা নিবে।

উল্লেখ্য, ১৫ ও ১৬ মর্চ সুপ্রিম কোর্ট বারের প্রহসনের নির্বাচনে ভোট চুরির প্রতিবাদে এবং সমিতির নতুন নির্বাচনের দাবিতে বেশ কিছু দিন থেকে সুপ্রিম কোর্টে নির্বাচনের প্রথম দিন থেকে বিক্ষোভ করছে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে পাল্টা বিক্ষোভ করছেন।

এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ১৫(৬) বিধি মোতাবেক আগামী ১৪-১৫ জুন সমিতির ২০২৩-২০২৪ সালের নির্বাচন আয়োজনে নির্বাচন সাব-কমিটি গঠন করেছে নতুন নির্বাচন করার লক্ষ্যে গঠিত অন্তর্বর্তীকালীন এডহক কমিটি। সমিতির সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন সাব-কমিটি গঠন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সমিতির অন্তর্বর্তীকালীন এডহক নির্বাহী কমিটির সভা এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত ৩০ মার্চ বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমির-উল ইসলামের সভাপতিত্বে সমিতির সাধারণ সদস্যদের এক তলবি সভা আহ্বান করে গত ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট বারে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি উল্লেখ করে আগামী ১৪-১৫ জুন সমিতির নতুন এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

তলবি সভা সিদ্ধান্তে বলা হয়েছে, ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ওইদিন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং আইনজীবী শাহ্ আহমেদ বাদলকে সদস্য সচিব করে সুপ্রিম কোর্ট বারে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *