সুখের সন্ধানে । আবু রেজা মোঃ ইয়াহিয়া

ধর্ম ও দর্শন সময় চিন্তা
শেয়ার করুন

মানুষ যা চায়, তার পুরোটাই কী সে পায়? পাওয়া – না পাওয়ার হিসেব মেলাতেই জীবনের খেলা শেষ। সবাই সুখী হতে চায় ৷কিন্তু সুখের ঠিকানা কোথায়? অনেকের নিকট বাড়ি-গাড়ি, স্বর্ণ-অলংকার,কাপর-চোপরের মত সুখও এক ধরণের পণ্য তারা অর্থ দিয়ে সুখ কিনতে চায় ৷কিন্তু সুখ মায়া-মরিচীকার মতো শুধু সরে সরে যায়।

আরেক গ্রুপ ভোগের পেয়ালায় সুখ পেতে চায়। কিন্তু সুখ যেন আলেয়ার আলো, এই আছে এই নেই৷আসলে, অবিমিশ্র সুখের জায়গা এই মর্তলোক নয়। মানব জীবনে সুখ-দুঃখ যেন ঘুরে ঘুরে আসে ৷ আবার, ভোগ আর সুখ এক নয় এবং সাফল্য মানেই সুখ নয় ৷সুখ একটি মনস্তাত্ত্বিক বিষয়। সুখ একটি অনুভূতির নাম৷জন্ম-মৃত্যু, শান্তি-যুদ্ধ, হাসি-কান্না, ব্যাথা – বেদনা সকল অবস্থায় সুখে আছি- এই ভাবনা ভাবা গেলে সুখের সন্ধান মেলে ৷

জাতীয় কবি নজরুল যেমন বলেছেন- “আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পর হাসি” ৷ ভালো লাগার ভঁজে ভঁজে ছোট ছট দুঃখ আর খারাপ লাগাও থেকে যায়। ফলে চিরস্থায়ী সুখ বলে কিছু নেই। সুতরাং, ‘সব সময় সুখী থাকা যায় না’– এটা কোনো সমস্যা নয়৷

আর যেটা সমস্যাই নয়, তার সমাধান বলেও কিছু নেই ৷ কেউ ঘরে সুখী, কেউ বনে সুখী ৷আবার কেউ অন্যের সুখে সুখী। আবার কেউ বলে ওঠেন “সুখের লগিয়া এ ঘর বাধিঁনু অনলে পুড়িয়া গেল”

আবার কারও দুঃখের ভার কাটতেই চায় না৷সুখের অসুখে ভোগেন তিনি৷আসলে, সুখী জীবনের জন্য প্রয়োজন সঠিক জীবনদৃষ্টির৷সুস্থদেহ ও সুস্থ মন সুখের অন্যতম অনুসংগ৷আর, সেজন্যই দরকার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আত্মিক ও সামজিক সুস্থতা৷

Dalai Lama says -“Happy people are found to be more loving and forgiving, more flexible and creative and also more sociable. Happiness is determined more by state of mind than external events .”

‘সাফল্যের পাঠশালা’ থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *